ভোপাল, ২১ মে (হি.স.) : আজ রবিবার দুপুর ১টায় মধ্যপ্রদেশের ধার জেলার গান্ধওয়ানিতে কেন্দ্রীয় বস্ত্র মন্ত্রকের পিএম মিত্র পার্কের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গোয়েল। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী শিবরাজ সিংও। চৌহান এবং গোয়েল এখানে মুখ্যমন্ত্রী লাডলি বহনা সম্মেলনে যোগ দেবেন এবং মুখ্যমন্ত্রী আবাসিয়া ভূ অধিকার যোজনার অধীনে ৪,০১২টি পাট্টা বিতরণ করবেন। এর পাশাপাশি ৪১৭ কোটি ৪২ লাখ টাকার বিভিন্ন উন্নয়ন কাজের উদ্বোধন ও ভূমিপূজা করা হবে।
জানা গিয়েছে, কেন্দ্রীয় বস্ত্র মন্ত্রক ৪,৪৪৫ কোটি টাকা ব্যয়ে দেশের সাতটি রাজ্যে সাতটি পিএম মিত্র পার্ক অনুমোদন করেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ফাইভ এফ ভিশন বাস্তবায়নের জন্য এই পার্কগুলি স্থাপন করা হচ্ছে। ধার জেলার ভৈনসোলায় প্রায় ১৫৬৩ একর জমিতে পিএম মিত্র পার্ক তৈরি করা হচ্ছে।
কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গোয়েল এদিন সকালে দিল্লি থেকে ইন্দোরে আসবেন এবং এখান থেকে শ্রী মহাকালেশ্বর জ্যোতির্লিঙ্গ দর্শন করতে উজ্জয়িনী যাবেন। এরপর ইন্দোর বিমানবন্দরে আসার পর ধার জেলার গান্ধওয়ানিতে আয়োজিত অনুষ্ঠানে অংশ নিতে চলে যাবেন। কেন্দ্রীয় মন্ত্রী গোয়েল গান্ধওয়ানি থেকে ইন্দোরে আসবেন এবং ইন্দোর বিমানবন্দর থেকে বিকাল ৫.১৫ মিনিটে দিল্লির উদ্দেশ্যে রওনা দেবেন।