নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২১ মে৷৷ ত্রিপুরা ট্রাক ড্রাইভার মজদুর সংঘের তৃতীয় দ্বিবার্ষিক রাজ্য সম্মেলন অনুষ্ঠিত হয় রবিবার৷ আগরতলা টাউন হলে আয়োজিত হয় এই সম্মেলন৷ত্রিপুরা প্রদেশ ভারতীয় মজদুর সংঘ অনুমোদিত ত্রিপুরা ট্রাক ড্রাইভার মজদুর সংঘের তৃতীয় দ্বিবার্ষিক রাজ্য সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজেপির প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য এবং সংগঠনের অন্যান্য শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ৷ এদিন আর সম্মেলনে অংশ নিয়ে বিজিবি প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য বলেন ত্রিপুরার ট্রাক ড্রাইভার মজদুর সংঘ একটি সংঘটিত শক্তি৷ রাজ্যে দ্বিতীয়বারের মতো সরকার গঠনে তারাও শক্তিশালী ভূমিকা পালন করেছেন৷
2023-05-21

