নয়াদিল্লি, ২১ মে (হি.স.) : প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর মৃত্যুবার্ষিকীতে জাতীয় রাজধানীর বীর ভূমি সমাধিতে একটি প্রার্থনা সভার আয়োজন করা হয়েছে। কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে, প্রয়াত কংগ্রেস নেতা রাজীবের স্ত্রী সোনিয়া গান্ধী, ছেলে রাহুল গান্ধী, মেয়ে প্রিয়াঙ্কা গান্ধী ভঢড়া ছাড়াও কেসি ভেনুগোপাল প্রমুখ প্রার্থনা সভায় অংশ নেন।
সবাই সমাধিতে পৌঁছে তাকে আবেগঘন শ্রদ্ধা জানান। কংগ্রেস সভাপতি খাড়গে বলেন, ২১ শতকের ভারত গড়তে রাজীব গান্ধীর অবদান অতুলনীয়। দেশ তাকে ভুলতে পারবে না। প্রসঙ্গত, ২১ মে, ১৯৯১ সালে রাজীব গান্ধী আত্মঘাতী মানববোমা বিস্ফোরণে নিহত হন।