হিরোশিমা, ২০ মে (হি.স.): জাপানের হিরোশিমা শহরে জি-৭ শিখর সম্মেলনে অংশ নিয়েছেন।প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শনিবার প্রধানমন্ত্রী সম্মেলন স্থলে আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে মিলিত হন। উভয় নেতা পরস্পরকে উষ্ণ অভিনন্দন জানান। ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনকও প্রধানমন্ত্রীকে আলিঙ্গন করেন।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও অন্যান্য বিশ্ব নেতাদের সঙ্গে এদিন জি-৭ হিরোশিমা সম্মেলনের ৬ ওয়ার্কিং সেশনে যোগ দেন প্রধানমন্ত্রী। জাপান এই বছর জি-৭-এর আয়োজক দেশ, ভারতকে অতিথি দেশ হিসাবে আমন্ত্রণ জানিয়েছে। জি-৭ সম্মেলন স্থলে আসার পর প্রধানমন্ত্রী মোদীকে স্বাগত জানান জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা।