শ্রীনগর, ২০ মে (হি.স.): সন্ত্রাসের সঙ্গে সম্পর্কিত দু’টি মামলার তদন্তে শনিবার সকাল থেকে জম্মু ও কাশ্মীরের ৭টি জেলার ১৫টি ঠিকানায় তল্লাশি অভিযান চালাচ্ছে জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ)। এই ৭টি জেলা হল-শ্রীনগর, পুলওয়ামা, অবন্তিপোরা, অনন্তনাগ, শোপিয়ান, পুঞ্চ এবং কুপওয়ারা।
এনআইএ জানিয়েছে, গুসু, রাজপোরা, অবন্তিপোরা এবং ত্রালে অভিযান চালানো হচ্ছে। জম্মু ও কাশ্মীর পুলিশ এবং সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স (সিআরপিএফ) কর্মীদের সহায়তায় এনআইএ-র তদন্তকারীরা তল্লাশি অভিযান চালাচ্ছেন। সন্ত্রাসের সঙ্গে সম্পর্কিত দু’টি মামলায় এই তদন্ত।