বেঙ্গালুরু, ২০ মে (হি.স.): “নফরত কে বাজার মে মহব্বত কি দুকান খোলনে আয়া হু’, ভারত জোড়ো যাত্রা চলাকালীন এটাই ছিল রাহুল গান্ধীর স্লোগান। গোটা দেশের যে যে প্রান্তে তিনি গিয়েছেন, সব প্রান্তেই এই ‘ভালবাসা’র কথাই বলে এসেছেন প্রাক্তন কংগ্রেস সভাপতি। ১৩ মে কর্নাটকে জয়ের পরও সাংবাদিক সম্মেলনে তিনি বলেছিলেন -সেই ‘ভালবাসা’ বিলোনোর প্রথম ফল তিনি পেলেন কর্ণাটক থেকে। শনিবার কর্নাটকে নতুন সরকার গঠনের দিনে আবারও ভালবাসার বার্তা দিয়ে গেলেন রাহুল গান্ধী। বললেন ”ঘৃণাকে হারিয়ে জয় পেল ভালবাসা।”
একইসঙ্গে রাহুল গান্ধী বলেছেন, “আমরা কর্ণাটকে একটি স্বচ্ছ, দুর্নীতিমুক্ত সরকার দেব।” রাহুল জোর দিয়ে বলেছেন, “আমরা আপনাদের ৫টি প্রতিশ্রুতি দিয়েছি। আমি বলেছিলাম আমরা মিথ্যা প্রতিশ্রুতি দিই না। আমরা যা বলি তাই করি। ১-২ ঘন্টার মধ্যে, কর্ণাটক সরকারের প্রথম মন্ত্রিসভার বৈঠক হবে এবং সেই বৈঠকে এই ৫টি প্রতিশ্রুতি আইনে পরিণত হবে।”