কর্ণাটকের কংগ্রেস সরকারের শপথ অনুষ্ঠানে যোগ দিলেন নীতীশ-তেজস্বী

পটনা, ২০ মে (হি.স.) : আজ শনিবার কর্ণাটকের কংগ্রেস সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠান। এতে বিরোধী দলের সব নেতার পাশাপাশি বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার এবং উপমুখ্যমন্ত্রী তেজস্বী যাদবও অংশ নেন। এই শপথ অনুষ্ঠানেঅংশ নেওয়ার অজুহাতে নীতীশ কুমার যে বিরোধী ঐক্যের প্রচার চালাচ্ছেন তা বলার অপেক্ষা রাখে না ।

নীতীশ কুমারের প্রচারকে অগ্নিপরীক্ষা বলা হচ্ছে কারণ আজকের শপথ অনুষ্ঠানে বিরোধী ঐক্যের সঙ্গে যুক্ত কতজন নেতা পৌঁছান তার দিকে সকলের লক্ষ্য থাকবে । এতে বিরোধী ঐক্যের শক্তি দেখা যাবে। যাঁরা এই কর্মসূচিতে পৌঁছাবেন না, তাঁরা বিরোধী ঐক্যে বিশ্বাস করেন না বলেই মনে করা হবে। শপথগ্রহণ অনুষ্ঠানের আগে বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার বিরোধী নেতাদের একত্রিত করতে বিভিন্ন রাজ্যে সফর করেন। এতে কংগ্রেসের জাতীয় সভাপতি মল্লিকার্জুন খাড়গে, রাহুল গান্ধী, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব, ওডিশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েক, দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল এবং উদ্ধব ঠাকরে, শরদ পাওয়ার, ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী মহারাষ্ট্রের বহু নেতার সঙ্গে দেখা করেছিলেন।
মুখ্যমন্ত্রী নীতীশ কুমার উপ-মুখ্যমন্ত্রী তেজস্বী যাদবের সঙ্গে একটি বিশেষ বিমানে কর্ণাটকের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। শুক্রবারই দ্বারভাঙ্গা সফরের সময় মুখ্যমন্ত্রী নীতীশ কুমার বিষয়টি নিশ্চিত করেছেন। উপমুখ্যমন্ত্রী তেজস্বী যাদবও জানিয়েছেন যে তিনি কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়ার শপথগ্রহণ অনুষ্ঠানে যোগ দেবেন।

উল্লেখ্য, কর্ণাটকে পূর্ণ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করেছে কংগ্রেস। কর্ণাটকে ২২৪ সদস্যের বিধানসভার জন্য ১০ মে অনুষ্ঠিত নির্বাচনে কংগ্রেস ১৩৫ টি আসন জিতেছে। বিজেপি মাত্র ৬৬টি আসন পেয়েছে এবং প্রাক্তন প্রধানমন্ত্রী এইচডি দেবগৌড়ার দল জনতা দল (সেকুলার) ১৯টি আসন পেয়েছে। কর্ণাটকে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করছে কংগ্রেস। সিদ্দারামাইয়া মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন, ডিকে শিবকুমার উপমুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন।