করাচি, ২০ মে (হি.স.) : হঠাৎই হাসপাতালে ভর্তি হলেন পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ও পাকিস্তানের প্রাক্তন ক্রিকেট অধিনায়ক ইমরান খান।
বিভিন্ন সূত্র থেকে জানা গেছে, পেটে ব্যথা নিয়ে আজ শনিবার ভোরে লাহোরের শওকত খানম মেমোরিয়াল ক্যানসার হাসপাতালে ভর্তি হয়েছিলেন।
পাকিস্তান সংবাদ মাধ্যমে বলা হয়েছে, হাসপাতালে চার ঘণ্টা থাকার পর তিনি তাঁর লাহোরের নিজ বাসভবনে ফেরেন।