দেওঘরে যাত্রীবাহী বাস দুর্ঘটনা, আহত অনেকেই

দেওঘর, ২০ মে (হি. স.) : ঝাড়খন্ডের নগর থানা এলাকার অন্তর্গত তিওয়ারি চক দেওঘর কলেজ নীলকন্দ বিহারের কাছে যাত্রী ভর্তি একটি বাস গাছের সাথে ধাক্কা খায়। দুর্ঘটনায় বহু মানুষ আহত হয়েছে। সবাইকে সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

শনিবার সকাল সোয়া ৬টায় রাজলক্ষ্মী বাসটি ভাগলপুর যাচ্ছিল বলে জানা গেছে। এসময় সামনে থেকে আসা গাড়িটিকে বাঁচাতে গিয়ে বাসটি একটি গাছের সঙ্গে ধাক্কা খায়। স্থানীয় লোকজনের সহায়তায় আহতদের উদ্ধার করা হয়। ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে।