দিনহাটা, ২০ মে (হি. স.) : বোমা বিস্ফরণে কেঁপে উঠল কোচবিহারের দিনহাটা-১ নম্বর ব্লকের ভেটাগুড়ি-২ নম্বর গ্রাম পঞ্চায়েতের দক্ষিণ বালাডাঙ্গা গ্রাম। জখম হলেন এক ব্যক্তি। শনিবার ঘটনাটি ঘটে ।
জানা গে্ছে, এদিন বাড়ির পেছনে ডোবা সংস্কার করতে গিয়েছিলেন দক্ষিণ বালাডাঙ্গা এলাকার মোজাফ্ফর মিয়াঁ। মাটি কাটতে গিয়েছিলেন তিনি। হঠাৎই বিকট আওয়াজে কেঁপে ওঠে এলাকা। তৎক্ষণাৎ জ্ঞান হারিয়ে ফেলেন তিনি। স্থানীয়রা তাঁকে জখম অবস্থায় উদ্ধার করে দিনহাটা মহকুমা হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তিনি। খবর পেয়ে এলাকায় পৌঁছায় দিনহাটা থানার পুলিশ। ঘটনার তদন্ত চলছে।