অসমের পুলিশ অফিসার জুনমণি রাভার রহস্য-মৃত্যু, মামলা সিবিআইয়ে হস্তান্তর রাজ্যের

গুয়াহাটি, ২০ মে (হি.স.) : অসমের পুলিশ অফিসার সাব-ইনস্পেক্টর ৩০ বছর বয়সি জুনমণি রাভার রহস্য-মৃত্যু মামলার তদন্তভার সিবিআইকে হস্তান্তর করেছে রাজ্য সরকার।

আজ শনিবার রাজ্যের পুলিশ-প্রধান (ডিজিপি) জ্ঞানেন্দ্ৰপ্ৰতাপ সিং জানান, জুনমণি রাভা সংক্রান্ত দুটি মামলাটি সিবিআইয়ের কাছে স্থানান্তর করা হয়েছে। প্রথমত জনগণের অনুভূতি এবং দ্বিতীয়ত নিরপেক্ষতার ভিত্তিতে এই মামলা সিবিআইয়ের হাতে তুলে দিতে তিনি রাজ্য সরকারের কাছে আবেদন জানিয়েছিলেন। এরই পরিপ্রেক্ষিতে ইতিমধ্যে এই মামলার তদন্ত করতে সিবিআইকে আবেদন জানিয়েছেন তিনি, জানান ডিজিপি।

প্ৰসঙ্গত, দুদিন আগে ‘লেডি সিংঘম’ তথা ‘দাবাং পুলিশ অফিসার’ জুনমণি রাভার মৃত্যুর চলমান তদন্তে মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা তাঁর অবস্থান ব্যক্ত করেছেন। মুখ্যমন্ত্রী বলেছিলেন, জুনমণি রাভা আাসাম পুলিশেরই একজন অফিসার। তাই তাঁর রহস্য-মৃত্যুর সত্য উদ্ঘাটন চান তিনি এবং তাঁর সরকার। সিআইডি ইতিমধ্যে ঘটনার নিরপেক্ষ তদন্ত শুরু করেছে। তবে নিহত পুলিশ অফিসার জুনমণির পরিবার যদি চায় তা হলে এই মামলার তদন্ত সিবিআইকে হস্তান্তর করতে তিনি প্রস্তুত, আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী ড. শর্মা।

এদিকে দিন যত গড়াচ্ছে, জুনমণি রাভার মৃত্যুকে কেন্দ্র করে বহু প্রশ্ন উঠতে শুরু করেছে। মুখ্যমন্ত্রীও ঘটনার গুরুত্ব স্বীকার করে তদন্ত প্রক্রিয়া যাতে স্বচ্ছতার সঙ্গে পরিচালিত হয় তা উপর জোর দিয়ে অনভিপ্রেত এ ঘটনার জন্য শোক প্রকাশ করেছেন। তিনি বলেন, জুনমণি রাভার মৃত্যুর সঙ্গে যদি কেউ জড়িত থাকে তা-হলে তাদের উপযুক্ত শাস্তি পেতে হবে।

এখানে উল্লেখ করা যেতে পারে, গত ১৬ মে ভোররাত প্রায় দুটা নাগাদ নগাঁও জেলার জখলবন্ধার সরুভাগিয়া গ্রামের কাছে ৩৭ নম্বর জাতীয় সড়কে জুনমণি রাভার গাড়ির সঙ্গে একটি কনটেইনার ট্রাকের সাথে সংঘর্ষ ঘটে। ঘটনাস্থলেই অসম পুলিশের ‘দাবাং’ তথা ‘লেডি সিংঘম’ বলে পরিচিত জুনমণির মৃত্যু হয়। এর পর ঘটনাকে কেন্দ্র করে বহু জল ঘোলা হচ্ছে। ঘটনাটি নিছক দুর্ঘটনা, না-পরিকল্পিত হত্যাকাণ্ড, এ নিয়ে খোদ পুলিশ প্রশাসনের মধ্যে চলছে বিস্তর চর্চা।