বাগডোগরা, ১৯ মে (হি. স.) : তৃণমূলের বিরাট ক্ষতি হল, পশ্চিমবঙ্গ সরকারের তথ্য সংস্কৃতি বিভাগ থেকে একটা শোকবার্তা দেওয়া উচিৎ। এগরা বিস্ফোরণকাণ্ডে মূল অভিযুক্ত কৃষ্ণপদ বাগ ওরফে ভানুর মৃত্যুতে এমনটাই বললেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
শুক্রবার বাগডোগরা বিমানবন্দরে মুখ্যমন্ত্রীকে ব্যঙ্গর সুরে শুভেন্দু বলেন, ‘আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি সমবেদন জ্ঞাপন করব। তাঁর এক অমূল্য সম্পদ চলে গেলেন। তৃণমূলের বিরাট ক্ষতি হল। এই ক্ষতি কীভাবে মমতা বন্দ্যোপাধ্যায় পূরণ করবেন, তা ভবিষ্যতই বলবে। আমি দাবি করব, পশ্চিমবঙ্গ সরকারের তথ্য সংস্কৃতি বিভাগ থেকে একটা শোকবার্তা দেওয়া উচিৎ।’
পাশাপাশি রেলের ভাড়া প্রসঙ্গে জিজ্ঞাসা করা হলে শুভেন্দু বলেন, ‘মুখ্যমন্ত্রী আগে বাসের ভাড়া কমান। পেট্রোল, ডিজেল, রান্নার গ্যাসের সমস্ত রাজ্যে স্টেট সেস কম। পাশে সিকিম আছে, অসম আছে, কিশনগঞ্জ আছে। উত্তর দিনাজপুরের লোক কিশনগঞ্জ থেকে পেট্রোল ভরেন। কারণ সেখানে পেট্রোল পশ্চিমবঙ্গ থেকে ১৭, ডিজেল ২০ টাকা কমে পাওয়া যায়। মমতা বন্দ্যোপাধ্যায় যেদিন ক্ষমতায় এসেছিল, সেসময় ২টাকা ৮০ পয়সা ইলেকট্রিক ইউনিট ছিল। আজ ৮টাকা করে ইলেকট্রিক ইউনিট দিতে হয়। এখন শিলিগুড়ি কর্পোরেশনে ৫ কেজি পটল বিক্রি করতে হলেও তাঁকে ১০ টাকা সাফাই ফি দিতে হচ্ছে। গজলডোবা, চালসা, রাজাভাতখাওয়া থেকে কোনও রিসর্টে গেলে প্রতি রুম ২৫০টাকা করে ওখানকার পঞ্চায়েত সমিতি সাফাই কর হিসেবে নিচ্ছে। কোন রাজ্যে এরকম আছে?।’ তৃণমূলের জনজোয়ার প্রসঙ্গে শুভেন্দুর বক্তব্য, ‘ওটা তিহাড়ের দিকে এগিয়ে যাচ্ছে। সঠিক দিকে যাচ্ছে।’ এদিন অভিষেকের বিরুদ্ধেও সরব হন শুভেন্দু। কালিয়াগঞ্জে যাওয়ার উদ্দেশে বিমানবন্দর থেকে রওনা হন তিনি।