ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৯ মে।। লীগ ক্রিকেট টুর্নামেন্টের শেষ দিনের ম্যাচ। দুই মাঠে দুটিই গুরুত্বপূর্ণ ম্যাচ। আট দলীয় সন্তোষ মেমোরিয়াল প্রথম ডিভিশন লীগ ক্রিকেটের অন্তিম দিনে দুই মাঠে দুটি ম্যাচ মূলতঃ চ্যাম্পিয়ন, রানার্স নির্ণয়ের খেতাবি লড়াই বলা যেতে পারে। এমবিবি স্টেডিয়ামে বনমালীপুর ক্রিকেট ক্লাব (বিসিসি) খেলবে পোলস্টারের বিরুদ্ধে। দুই দলই মুখিয়ে রয়েছে অন্তিম ম্যাচে জয়ের স্বাদ পাওয়ার জন্য। এই ম্যাচে যে দল জয়ী হবে অবশ্যই সেই দল চ্যাম্পিয়ন অথবা রানার্স-আপের একটি খেতাব পাবেই। দুই দলই এ পর্যন্ত ছয়টি করে ম্যাচ খেলে চারটি করে ম্যাচ জিতে নিয়ে ১৬ করে পয়েন্ট পেলেও রান রেটের নিরিখে পোলস্টার তৃতীয় শীর্ষে এবং বনমালীপুর ক্রিকেট ক্লাব চতুর্থ শীর্ষে অবস্থান করছে। নরসিংগড়ের পুলিশ ট্রেনিং একাডেমী গ্রাউন্ডে ব্লাডমাউথ ক্লাব খেলবে ওল্ড প্লে সেন্টার বা ওপিসি-র বিরুদ্ধে। লীগ চ্যাম্পিয়নের অন্যতম দাবিদার ব্লাডমাউথ এ পর্যন্ত ৬ ম্যাচের মধ্যে পাঁচটিতে জয়ের সৌজন্যে কুড়ি পয়েন্ট প্রাপ্তির সুবাদে এককভাবে পয়েন্ট তালিকার শীর্ষে রয়েছে। ওপিসি ছয় ম্যাচের মধ্যে তিনটিতে জয়, দুটিতে হার এবং একটি পরিত্যক্ত ম্যাচের পয়েন্ট ভাগাভাগিতে মোট ১৪ পয়েন্ট নিয়ে আপাতত পঞ্চম শীর্ষে রয়েছে। আগামীকালের ম্যাচে ব্লাডমাউথ চাইছে জয় ছিনিয়ে লীগ চ্যাম্পিয়নের খেতাব ঘরে তুলে নিতে। চার দলের খেলোয়াড়রাই আজ বিরতির দিনে প্রয়োজনীয় প্র্যাকটিস করে নিয়েছে। আগামীকাল নিজেদের সেরাটা উজাড় করে দিতে মরিয়া সবকটি দলের খেলোয়াড়রাই।
2023-05-19