মাদ্রিদ, ১৯ মে (হি.স.): শেষ পর্যন্ত সত্যি হল শঙ্কা! ফ্রেঞ্চ ওপেনের ইতিহাসে প্রথমবারের মতো আর দেখা যাবে না কিংবদন্তী তারকা রাফায়েল নাদালকে। কোমরের চোটের কারণে সর্বোচ্চ ১৪ বারের ফরাসি ওপেন চ্যাম্পিয়ন নাদাল নিজের নাম প্রত্যাহার করে নিয়েছেন। আগামী ২৮ মে থেকে শুরু হওয়া ফরাসি ওপেনের আগে নিজের ইনজুরি নিয়ে আপডেট তথ্য দিয়েছেন নাদাল।
৩৬ বছর বয়সী এই স্প্যানিশ তারকা নিজের অবসরের ইঙ্গিতও দিয়েছেন। নিজের একাডেমিতে বৃহস্পতিবার রাতে আয়োজিত সংবাদ সম্মেলনে নাদাল বলেন, ‘এটি আমার সিদ্ধান্ত নয়, শরীরের। সেই জন্য খেলা আমার জন্য অসম্ভব। আমি মনে করি, আগামী বছরই হবে আমার টেনিস যাত্রার শেষ সময়।’