নয়াদিল্লি, ১৯ মে (হি.স.): আগামী ২৮ মে আমেরিকা সফরে যাচ্ছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। আমেরিকা সফরে গিয়ে স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের একটি অনুষ্ঠানে যোগ দেবেন রাহুল গান্ধী। ২৯-৩০ মে প্রবাসী ভারতীয়দের সঙ্গে মিলিত হবেন রাহুল গান্ধী।
এর আগে ঠিক হয়েছিল ৩১ মে আমেরিকা সফরে যাবেন রাহুল গান্ধী। ৩১ মে থেকে ১০ দিনের আমেরিকা সফরে যাওয়ার কথা ছিল রাহুল গান্ধীর। আর শুক্রবার কংগ্রেস সূত্রে জানা গিয়েছে, রাহুল গান্ধী আগামী ২৮ মে আমেরিকা সফরে যাবেন।

