সিদ্দারামাইয়ার শপথগ্রহণে আমন্ত্রণ পেলেন না কেজরিওয়াল, বিজয়ন

বেঙ্গালুরু, ১৯ মে (হি.স.) : রাত পোহালেই শনিবার কর্নাটকের মুখ্যমন্ত্রী পদে শপথ নিতে চলেছেন সিদ্দারামাইয়া। আর ওই শপথগ্রহণ অনুষ্ঠানে মমতা বন্দ্যোপাধ্যায় সহ একাধিক বিজেপি বিরোধী দলের নেতারা আমন্ত্রণ পেলেও ব্রাত্য থেকে গিয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল, কেরলের মুখ্যমন্ত্রী পিনরাই বিজয়ন, তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও, বসপা নেত্রী মায়াবতী, দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল, ওডিশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েক। তালিকায় রয়েছে অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী ওয়াই এস জগনমোহন রেড্ডির নামও।

পাঁচ বছর আগে কর্নাটকের মুখ্যমন্ত্রী পদে এইচ ডি কুমারস্বামীর শপথগ্রহণ অনুষ্ঠানে বিরোধী ঐক্যের ছবি ফুটে উঠেছিল। যদিও ২০১৯ সালের লোকসভা ভোটে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জয়রথকে কোনও বিরোধী জোট রুখতে পারেনি। এবারেও সিদ্দারামাইয়ার মুখ্যমন্ত্রী পদে শপথগ্রহণে ফের একবার বিরোধী ঐক্যের ছবি তুলে ধরার পরিকল্পনা রয়েছে কংগ্রেস নেতৃত্বের।
তালিকায় রয়েছে তামিলনাডুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন, এনসিপি সুপ্রিমো শরদ পওয়ার, মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে, সিপিএমের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি, সিপিআইয়ের ডি রাজা, বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার, উপমুখ্যমন্ত্রী তেজস্বী যাদব, ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের নাম। তাছাড়া জম্মু-কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি, দক্ষিণের সুপারস্টার কমল হাসানকেও আমন্ত্রণ জানানো হয়েছে। শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন দলের তিন মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল, অশোক গেহলট ও সুখবিন্দর সিং সুখু। শনিবার বেলা সাড়ে বারোটায় বেঙ্গালুরুর কান্তিবারা স্টেডিয়ামেই হবে শপথগ্রহণ অনুষ্ঠান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *