নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ মে৷৷ প্রাণীজ খাদ্য উৎপাদনে রাজ্যকে স্বয়ম্ভর করে তুলতে সরকার উদ্যোগ নিয়েছে৷ এই উদ্যোগকে সফল করে তুলতে প্রাণীসম্পদ বিকাশ দপ্তরের আধিকারিকদের আরও আন্তরিকভাবে কাজ করতে হবে৷ আজ বিলোনীয়া সার্কিট হাউসের কনফারেন্স হলে প্রাণীসম্পদ বিকাশ, মৎস্য এবং তপশিলি জাতি কল্যাণ দপ্তরের এক পর্যালোচনা সভায় প্রাণীসম্পদ বিকাশমন্ত্রী সুুধাংশু দাস একথা বলেন৷ পর্যালোচনা সভায় বিধায়ক প্রমোদ রিয়াং, বিধায়ক মাইলাফ্রু মগ, বিধায়ক স্বপা মজমদার, দক্ষিণ ত্রিপুরা জিলা পরিষদের সভাধিপতি কাকলি দাস দত্ত, বিলোনীয়া পুরপরিষদের চেয়ারপার্সন নিখিল চন্দ্র গোপ, শান্তিরবাজার পুরপরিষদের চেয়ারপার্সন স্বপা বৈদ্য, দক্ষিণ জেলার ৮টি ব্লকের প’ায়েত সমিতির চেয়ারম্যানগণ, প্রাণীসম্পদ বিকাশ ও মৎস্য দপ্তরের প্রধান সচিব বি এস মিশ্র, দক্ষিণ ত্রিপুরা জেলার জেলাশাসক সাজ বাহিদ এ এবং বিভিন্ন দপ্তরের উচ্চপদস্থ আধিকারিকগণ উপস্থিত ছিলেন৷
সভায় প্রাণীসম্পদ বিকাশ ও মৎস্য দপ্তরের মন্ত্রী সুুধাংশু দাস বলেন, মাছ, মাংস, দুধ, ডিম উৎপাদনের সঙ্গে যুক্ত করে গরীব মানুষদের আর্থিকভাবে স্বনির্ভর করে তুলতে হবে৷ সুুবিধাভোগী নির্বাচনের ক্ষেত্রে প্রক’ত মৎস্যচাষী ও প্রাণীপালকগণ যাতে বি’ত না হন সেদিকে লক্ষ্য রাখতে হবে৷ সভায় প্রাণীসম্পদ ও মৎস্যমন্ত্রী সুুবিধাভোগীদের বাণিজ্যিকভাবে প্রাণীপালন ও মৎস্যচাষে উৎসাহিত করার উপর গুরুত্ব আরোপ করেন৷ মাছের উৎপাদন বৃদ্ধির জন্য জেলার পতিত জলাশয়গুলিকে সংস্কার করে মৎস্যচাষের উপযোগী করে তোলার উপরও তিনি গুরুত্ব আরোপ করেন৷ তাছাড়াও তপশিলি জাতি কল্যাণমন্ত্রী বলেন, তপশিলি জাতি সম্পদায়ের ছাত্রছাত্রীরা নিয়মিত স্টাইপেণ্ড সহ বিভিন্ন সরকারি প্রকল্পের সুুযোগ যাতে গ্রহণ করতে পারে সেদিকেও নজর দিতে হবে৷
2023-05-19