ইতালিতে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১৩

রোম, ১৯ মে (হি.স.) : ইতালির এমিলিয়া-রোমাগনা অঞ্চলে বন্যা ও ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে ১৩ জনে দাঁড়িয়েছে এবং বহু মানুষ এখনও নিখোঁজ রয়েছেন। বৃহস্পতিবার এই এলাকায় মুষলধারে বৃষ্টি কমলেও অধিকাংশ এলাকাই তলিয়ে গেছে। সান্ত’আগাতা সুল সান্তেরনো কমিউনের রাস্তা এবং সমুদ্রতীরবর্তী শহর রাভেন্নার কিছু অংশ বন্যার জলে তলিয়ে গেছে।

ইতালির উত্তর-মধ্য অঞ্চলে (যার মধ্যে বোলোগনা এবং মোডেনা শহর রয়েছে) মঙ্গলবার এবং বুধবার ভারী বৃষ্টিপাত হয়েছে, যার ফলে এই এলাকায় আকস্মিক বন্যা হয়েছে। উদ্ধারকর্মীরা উঁচু ভবনের ছাদ ও উপরের তলা থেকে লোকজনকে সরিয়ে নিতে সাহায্য করেছে।
অসামরিক সুরক্ষা বিভাগ অনুসারে বৃহস্পতিবার এমিলিয়া-রোমাগনার বেশিরভাগ অংশ একটি “রেড অ্যালার্ট” জোনে রয়ে গেছে। একই সময়ে, উত্তরে লম্বার্ডি থেকে দক্ষিণে ব্যাসিলিকাটা পর্যন্ত – “কমলা” বা “হলুদ সতর্কতা” ঘোষণা করা হয়। জানা গিয়েছে, ২৮০ টিরও বেশি ভূমিধসের খবর পাওয়া গেছে, যার জেরে ২০০টি রাস্তা বন্ধ হয়ে গেছে।

শনিবার মধ্যরাত পর্যন্ত উত্তর-মধ্য ইতালির বেশিরভাগ অংশের জন্য গুরুতর আবহাওয়া সতর্কতা জারি রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *