ছাত্রছাত্রীদের দক্ষতা বৃদ্ধিতে গুরুত্বারোপ আসাম রাইফেল সুকলেলর

নিজস্ব প্রতিনিধি, তেলিয়ামুড়া, ১৯ মে৷৷ বিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের দক্ষতা বৃদ্ধির সাথে সাথে সমাজের সাথে সম্পর্ক স্থাপন এবং মানসিক ভাবে শক্তিশালী করার অভিনব উদ্যোগ গ্রহন করল তেলিয়ামুড়াস্থিত আসাম রাইফেল হাইসুকল৷
তেলিয়ামুড়া রাংখল পাড়ার আসাম রাইফেল হাই সুকল৷  প্রতি বছর গ্রীষ্মের ছুটিতে বিদ্যালয়ে সামার ক্যাম্পের আয়োজন করে থাকে৷ এবছর এই সামার ক্যাম্পের থিম হল স্কিল ডেভেলপমেন্ট৷ তারই অঙ্গ হিসাবে শুক্রবার এই ক্যাম্পের মাধ্যমে  সুকলের ছাত্র ছাত্রীদের দ্বারা তৈরি করা বিভিন্ন সামগ্রী নিয়ে রকমারি স্টল খোলা হয় তেলিয়ামুড়া অম্পি চৌমুহুনী এলাকায়৷এই স্টল এর মধ্যে রয়েছে বাশ বেতের তৈরী বিভিন্ন সামগ্রী,ঘর সাজানো ও মেয়েদের সাজের জিনিস, বিভিন্ন ধরনের গাছের চারা, এছাড়াও রয়েছে রকমারি খাবারের স্টল৷ বিদ্যালয়ের প্রিন্সিপাল অঞ্জনা রাংখল জানান এবছরে সামার ক্যাম্পের থিম হল স্কিল ডেভেলপমেন্ট৷ সেখানে বাচ্চাদের নিজেদের দক্ষতা দিয়ে বিভিন্ন সামগ্রী তৈরী করা শিখে সেগুলোকে বাজারে বিক্রি করে কিভাবে অর্থ উপার্জন করা যায় তা সেখানো হয়৷ এর মাধ্যমে ছাত্র ছাত্রীদের এক দিকে নিজেদের দক্ষতা বহিঃপ্রকাশ করার যেমন সুযোগ রয়েছে পাশাপাশি তাদের আত্মবিশ্বাসও বেড়ে উঠে৷  এদিকে বিদ্যালয়ের এ ধরনের উদ্যোগে প্রশংসা কুড়িয়ে নেয়  গোটা  তেলিয়ামুড়া  থেকে বিদ্যালয়ের ছাত্র ছাত্রী সহ বিদ্যালয় কর্তৃপক্ষ৷
উল্লেখ্য বর্তমান সমাজ ব্যবস্থায় কর্মমুখী শিক্ষা খুবই গুরুত্বপূর্ণ বিষয় হয়ে উঠেছে৷ প্রতিযোগিতার দৌড়ে সরকারি কিংবা বেসরকারি স্তরে ও চাকরি পাওয়ার খুবই কষ্টকর হয়ে উঠেছে৷৷ সেক্ষেত্রে শিক্ষাঙ্গন থেকেই যদি কর্মুমুখী শিক্ষার ওপর বিশেষ গুরুত্ব আরোপ করা হয় তাহলে সরকারি কিংবা বেসরকারি কোন প্রতিষ্ঠানে চাকরি না পেলেও নিজের দক্ষতাকে কাজে লাগিয়ে ছেলেমেয়েরা রুটি রোজগারের পথ প্রশস্থ করতে পারবে৷ আসাম রাইফেল সুকল যে কর্মমুখী শিক্ষা জনসম্মুখে তুলে ধরেছে তা সত্যিই প্রশংসার দাবি রাখে৷ রাজ্যের প্রতিটি সুকল এই ধরনের শিক্ষা ব্যবস্থা চালু করা খুবই সময়োপযোগী বলে মনে করেন বিভিন্ন মহল৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *