রাজস্থানে নতুন করোনায় আক্রান্ত ১৬জন

জয়পুর, ১৯ মে (হি. স.) : রাজস্থানে, শুক্রবার আটটি জেলায় করোনার ১৬ টি নতুন কেস পাওয়া গেছে।

মেডিকেল বিভাগের প্রকাশিত প্রতিবেদন অনুসারে, শুক্রবার রাজ্য জুড়ে ৩২০২টি নমুনা পরীক্ষা করা হয়েছিল। এর মধ্যে ১৬ জন রোগীর শরীরে করোনার নমুনা পাওয়া গেছে। বিকানের এবং উদয়পুরে তিনজন, বাঁশওয়াড়া, নাগৌর, পালি এবং রাজসামন্দে দুজন করে এবং ভিলওয়াড়া ও জয়পুরে একজন করে সংক্রামিত পাওয়া গেছে। শুক্রবার সুস্থ হয়েছেন ৩০ জন। ফলে সক্রিয় রোগীর সংখ্যা ২৩৭-এ নেমে আসে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *