নয়াদিল্লি, ১৮ মে (হি.স.) : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ বৃহস্পতিবার দুপুরে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ওডিশায় ৮০০০ কোটি টাকারও বেশি মূল্যের রেল প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন ও উদ্বোধন করবেন। এই সময় তিনি পুরী-হাওড়ার মধ্যে চলমান বন্দে ভারত এক্সপ্রেসকেও ফ্ল্যাগ অফ করবেন। এই ট্রেনটি ওডিশার খুড়দা, কটক, জাজপুর, ভদ্রক, বালাসোর এবং পশ্চিমবঙ্গের পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর জেলার মধ্য দিয়ে যাবে।
প্রধানমন্ত্রী এদিন পুরী ও কটক রেলওয়ে স্টেশনের পুনর্নির্মাণের ভিত্তিপ্রস্তরও স্থাপন করবেন। রেল যাত্রীদের বিশ্বমানের অভিজ্ঞতা প্রদানের জন্য পুনর্নির্মিত স্টেশনগুলিতে সমস্ত আধুনিক সুযোগ-সুবিধা থাকবে। প্রধানমন্ত্রী মোদী ওডিশায় ১০০ শতাংশ বিদ্যুতায়িত রেল নেটওয়ার্কও উদ্বোধন করবেন। এতে অপারেশন ও রক্ষণাবেক্ষণের খরচ কমবে এবং আমদানি করা অপরিশোধিত তেলের ওপর নির্ভরতা কমবে। সেই সঙ্গে সম্বলপুর-তিতলাগড় রেললাইনের ডাবলিংয়েরও উদ্বোধন করা হবে।
এছাড়া তিনি আঙ্গুল-সুকিন্দার মধ্যে একটি নতুন ব্রডগেজ রেললাইন, মনোহরপুর-রৌরকেলা-ঝাড়সুগুদা-জামগাকে সংযোগকারী একটি তৃতীয় লাইন এবং বিচুপালি-ঝাড়তারভার মধ্যে একটি নতুন ব্রড-গেজ লাইনেরও উদ্বোধন করবেন।

