দেশের নতুন আইনমন্ত্রী হলেন অর্জুন রাম মেঘওয়াল, রিজিজু পেলেন আর্থ সায়েন্সেস মন্ত্রকের দায়িত্ব

নয়াদিল্লি, ১৮ মে (হি.স.): দেশের নতুন আইনমন্ত্রী হলেন অর্জুন রাম মেঘওয়াল। কিরেণ রিজিজুর পরিবর্তে দেশের নতুন আইনমন্ত্রী হলেন অর্জুন রাম মেঘওয়াল। রিজিজুকে আর্থ সায়েন্সেস মন্ত্রকের দায়িত্ব দেওয়া হয়েছে। বৃহস্পতিবার সকালে রাষ্ট্রপতি ভবনের পক্ষ থেকে জানানো হয়েছে, কিরেণ রিজিজুর জায়গায় দেশের আইনমন্ত্রী হচ্ছেন অর্জুন রাম মেঘওয়াল।

রাষ্ট্রপতি ভবনের পক্ষ থেকে জানানো হয়েছে, অর্জুন রাম মেঘওয়ালকে তাঁর বিদ্যমান পোর্টফোলিওগুলি ছাড়াও আইন ও বিচার মন্ত্রকের প্রতিমন্ত্রী হিসাবে স্বাধীন দায়িত্ব অর্পণ করা হয়েছে। কিরেণ রিজিজুকে আর্থ সায়েন্স মন্ত্রকের পোর্টফোলিও অর্পণ করা হয়েছে।