রিজিজুর পর এবার সরানো হল আইন প্রতিমন্ত্রী এসপি সিং বাঘেলকে


নয়াদিল্লি, ১৮ মে (হি.স.) : আইনমন্ত্রী কিরেন রিজিজুর পর এবার আইন প্রতিমন্ত্রী সত্যপাল সিং বাঘেলকে সরিয়ে দিল মোদী সরকার। তাঁকে স্বাস্থ্য মন্ত্রকের দায়িত্ব দেওয়া হয়েছে। বৃহস্পতিবার রাষ্ট্রপতি ভবনের তরফে বিজ্ঞপ্তি জারি করে এই তথ্য জানানো হয়েছে।

বৃহস্পতিবার কিরেন রিজিজুকে সরিয়ে আইন মন্ত্রকের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী করা হয়েছে অর্জুন রাম মেঘওয়ালকে। সংস্কৃতি মন্ত্রকের পাশাপাশি আইনমন্ত্রকের অতিরিক্ত দায়িত্ব নেবেন তিনি। তবে মোদী সরকারের এই নয়া রদবদলে সমালোচনায় সরব হয়েছেন অনেকে।
প্রসঙ্গত, আইন ও বিচার মন্ত্রকের দায়িত্বে অর্জুন রাম মেঘওয়ালের নিয়োগের পরে এই সিদ্ধান্ত নেওয়া হল। রাষ্ট্রপতি ভবনের তরফে প্রকাশ করা বিবৃতিতে বলা হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পরামর্শ অধ্যাপক এসপি সিং বাঘেলকে আইন ও বিচার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী থেকে অব্যাহতি দিয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের প্রতিমন্ত্রী হিসাবে নিয়োগ করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *