ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৮ মে।। অনুমোদিত ক্লাবগুলির প্রতিনিধি পরিবর্তনের দাবি অবিলম্বে কার্যকর করতে হবে। ত্রিপুরা ক্রিকেট এসোসিয়েশনের সংবিধান মেনেই নতুন সদস্যদের গভর্ণিং বডিতে অন্তর্ভুক্ত করতে হবে। পুরানো প্রতিনিধিদের অনতিবিলম্বে সদস্যপদ খারিজ করতে হবে। বর্তমান কমিটির এক এবং একাধিক পদাধিকারীর বিরুদ্ধে আনা বিভিন্ন রকমের অভিযোগ প্রমান সাপেক্ষে অভিযুক্তদেরই স্বচ্ছতার প্রমাণ প্রকাশে আনতে হবে। অনেকটা এভাবেই অনুমোদিত ১১ টি ক্লাবের প্রতিনিধিবর্গ তথা টিসিএ-র সাধারণ সদস্য প্রমূখ সাংবাদিক সম্মেলন ডেকে বর্তমান কমিটি বৈধতাও হারিয়েছে বলে দাবি করেন। ইতোমধ্যে তারা লিখিত আকারে ৩০ দিন সময় চেয়ে টিসিএ-তে সাংগঠনিক স্বচ্ছতা আনার আর্জি জানিয়েছেন। অন্যথায় সংবিধান রীতি অনুযায়ী অতিরিক্ত আরও ১৫ দিন অপেক্ষা করে তারা বৃহত্তর পদক্ষেপে এগোতে বাধ্য হবেন বলে প্রতিনিধিদের পক্ষ থেকে সুব্রত দে সাংবাদিকদের প্রতি সকলের অভিমত তুলে ধরেন। সাংবাদিক সম্মেলনে শ্যামল ভট্টাচার্য্য, উপানন্দ দেববর্মা সহ ১১ জন উপস্থিত ছিলেন। ত্রিপুরা ক্রিকেট এসোসিয়েশনের বর্তমান সভাপতিকে অপাঙক্তেয় রেখে অন্যান্য পদাধিকারীরা যে পদ্ধতিতে সমাধানের সূত্র বের করার চেষ্টা করছেন নৈতিকতার প্রশ্নে অধিকাংশ ক্রিকেট মহল-ই তা মেনে নেবে না বলে তাদের অভিমত। কোথায় সমস্যা বিরাজমান এবং কিভাবে এই সমস্যার সমাধান করা যায়, তা নিয়ে অচিরেই ক্রিকেট মহলকে বিশেষ করে সাংগঠনিক কর্মকর্তাদের সমাধান টেবিলে বসা উচিত। রাজ্য ক্রিকেটের উন্নতি কল্পে অতি দ্রুত তার সমাধান আবশ্যক বলে ক্রিকেটমহল মনে করেন।
2023-05-18