নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৮ মে৷৷ কৈলাসহরের সাধারণ মানুষের সাথে প্রতারণা ও হয়রানি করা এবং ভুয়ো বিদ্যুৎ বিল প্রদান করা অব্যাহত রয়েছে বিদ্যুৎ পরিসেবা প্রদানকারী বেসরকারি সংস্থা ’’সাইকম্পিউটার’’ সংস্থার ৷ বিগত তিন বছর ধরে কৈলাসহরের বিদ্যুৎ পরিসেবা প্রদান করে যাচ্ছে সাই কম্পিউটারসংস্থা৷ যেদিন থেকে সাই কম্পিউটার সংস্থা বিদ্যুৎ পরিসেবা প্রদানের দায়িত্বনিয়েছে সেদিন থেকেই কৈলাসহরের বিদ্যুৎ পরিসেবার মান একেবারেই তলানিতে৷অবিলম্বে রাজ্য সরকারের পক্ষ থেকে কোনো ধরনের ভুমিকা নেওয়া নাহলে জনরোষেরশিকার হবে বেসরকারি বিদ্যুৎ পরিসেবা প্রদানকারী ’’সাই কম্পিউটার’’ সংস্থারকর্মীরা৷ কৈলাসহরের দেওরাছড়া এডিসি ভিলেজের চার নং ওয়ার্ডের কলাছড়া গ্রামেরস্থায়ী বাসিন্দা হত দরিদ্র দিনমজুর শিমুল উরাং৷ গত এপ্রিল মাসের বিদ্যুৎ বিলদশ হাজার টাকার উপর আসায় শিমুল উরাং হতভম্ব হয়ে যান৷ এত বিপুল পরিমান টাকাবিদ্যুৎ বিল আসার পর হতদরিদ্র শিমুল উরাং সাই কম্পিউটার সংস্থার কৈলাসহর শহরেরফিসে এসে সংস্থার আধিকারিকদের কাছে প্রশ্ণ করেন যে, হঠাৎ করে এত বিপুল পরিমানটাকা বিদ্যুৎ বিল আসার কারণ কি? কিন্তু শিমুল উরাং-এর সাথে সাই কম্পিউটারসংস্থার আধিকারিকরা দুরব্যবহার করে৷ শিমুল উরাং সাই কম্পিউটার সংস্থারবিরুদ্ধে অভিযোগ করে বলেন যে, বিগত এক বছর পূর্বেও সাই কম্পিউটার সংস্থাশিমুল উরাং-এর কাছ ছয় হাজার টাকার বিদ্যুৎ বিল প্রদান করেছিলো৷ পরবর্তী সময়েনানান তালবাহানা করে সাই কম্পিউটার সংস্থা শিমুল উরাং-এর কাছ থেকে সম্পুর্নন্যায় ভাবে কুড়ি হাজার টাকা আদায় করেছিলো৷ শিমুল উরাং আরও জানায় যে, কলাছড়াগ্রামের পাশে দেওরাছড়া গ্রামেও অনেকের ভুয়ো বিদ্যুৎ বিল দেওয়া হয়েছে
2023-05-18

