উধম সিং নগর(উত্তরাখণ্ড), ১৭ মে (হি.স.) : আজ বুধবার সন্ত্রাসবাদ, মাদক পাচার এবং গ্যাংস্টার নেক্সাসের বিরুদ্ধে উধম সিং নগরের সুলতানপুর পট্টি এলাকার রতনপুরা গ্রামে গুরবিন্দর সিংয়ের বাড়িতেও অভিযান চালায় ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি (এনআইএ)।
বুধবার সকাল ৬টায় গুরবিন্দরের বাড়িতে পৌঁছয় এনআইএ টিম। যদিও গুরবিন্দর এবং তার বাবা ইংল্যান্ডে থাকেন, গুরবিন্দরের স্ত্রী, শাশুড়ি এবং শ্যালক বাড়িতে উপস্থিত ছিলেন। এরপর এই তিনজনকে জিজ্ঞাসাবাদ করে এনআইএ টিম। জিজ্ঞাসাবাদে পরিবারের সদস্যরা দলকে কী বলেছেন তা জানা যায়নি। যদিও এনআইএ তদন্ত এখনও চলছে।
উল্লেখযোগ্যভাবে, শিখ অধ্যুষিত উধম সিং নগর তার খালিস্তান সংযোগের কারণে সবসময়ই আলোচনায় থাকে। পঞ্জাবে যখন চরমপন্থা চরমে তখনও উধম সিং নগর সন্ত্রাসবাদের আগুনে পুড়েছিল। এখানেও সন্ত্রাসীরা বড় বড় অপরাধ করত। যদিও পরে পঞ্জাব এবং উধম সিং নগরে সন্ত্রাস দমন করা হয়েছিল। উধমসিংহ নগরের জগজিৎ সিং “জগ্গা”কে প্রজাতন্ত্র দিবসেও দিল্লিতে সন্ত্রাস করার ষড়যন্ত্র করার জন্য দিল্লি পুলিশ গ্রেফতার করেছিল।

