নয়াদিল্লি, ১৭ মে (হি.স.) : কর্ণাটক কংগ্রেস নেতা ডি কে শিবকুমারের বিরুদ্ধে সঙ্গতিবিহীন সম্পত্তি মামলায় সিবিআইয়ের দায়ের করা আবেদনের শুনানি পিছিয়ে দিল সুপ্রিম কোর্ট। বিচারপতি বিআর গাভাইয়ের নেতৃত্বাধীন বেঞ্চ বুধবার শুনানি স্থগিত রাখার নির্দেশ দেন।
শুনানির সময় ডি কে শিবকুমারের পক্ষে অ্যাডভোকেট অভিষেক মনু সিংভি শুনানি পিছিয়ে দেওয়ার আবেদন করেছিলেন। তবে হাইকোর্ট এ বিষয়ে শুনানি করছে বলেও জানিয়েছে আদালত। সিবিআই চাইলে ভেকেশন বেঞ্চে আসতে পারে। সিংভি বলেন, কর্ণাটক হাইকোর্টের একটি অন্তর্বর্তী আদেশ ছিল এবং হাইকোর্টে ২৩ মে শুনানির কথা রয়েছে।
প্রকৃতপক্ষে, কর্ণাটক হাইকোর্ট ১০ ফেব্রুয়ারি ডিকে শিবকুমারের বিরুদ্ধে অসামঞ্জস্যপূর্ণ সম্পত্তির মামলায় তদন্ত স্থগিত করেছিল। হাইকোর্টের এই নির্দেশের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে সিবিআই। ডি কে শিবকুমারের বিরুদ্ধে ৩ অক্টোবর, ২০২০-তে একটি এফআইআর নথিভুক্ত করা হয়েছিল। এফআইআর-এ বলা হয়েছে, ডিকে শিবকুমারের সম্পত্তি ২০১৩ থেকে ২০১৮ সাল পর্যন্ত সঙ্গতিবিহীন বেড়েছে।