নয়াদিল্লি, ১৭ মে (হি.স.) : দিল্লি হাইকোর্টের অতিরিক্ত বিচারপতি হিসেবে বুধবার শপথ নিয়েছেন বিচারপতি ধর্মেশ শর্মা। এদিন তাঁকে শপথবাক্য পাঠ করান দিল্লি হাইকোর্টের প্রধান বিচারপতি সতীশ চন্দ্র শর্মা। দিল্লি উচ্চ বিচার বিভাগীয় পরিষেবার একজন আধিকারিক বিচারপতি শর্মা, এর আগে দ্বারকা আদালতের (দক্ষিণ পশ্চিম জেলা) প্রধান জেলা ও দায়রা জজ ছিলেন।
চলতি বছরের এপ্রিলে, সুপ্রিম কোর্ট কলেজিয়াম দিল্লি হাইকোর্টের অতিরিক্ত বিচারক হিসাবে নিয়োগের জন্য তিনজন বিচার বিভাগীয় কর্মকর্তার নাম সুপারিশ করেছিল। তাঁদের মধ্যেই ছিলেন বিচারপতি সড়ক। অন্য দুই বিচারপতি, গিরিশ কাঠপালিয়া এবং মনোজ জৈনকে গত মাসে হাইকোর্টের অতিরিক্ত বিচারপতি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল।