রাজনীতির চেয়ে জনগণের আশা-আকাঙ্খাই বেশি গুরুত্বপূর্ণ : বাসভরাজ বোম্মাই

বেঙ্গালুরু, ১৭ মে (হি.স.): কংগ্রেস নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেলেও, কর্ণাটকের নতুন মুখ্যমন্ত্রী কে হবেন, তা নিয়ে ধোঁয়াশা অব্যাহত রয়েছে। বুধবার পর্যন্ত কর্ণাটকের নতুন মুখ্যমন্ত্রীর নাম ঠিক করতে পারল না কংগ্রেস। আর তা নিয়েই কংগ্রেসকে বিঁধলেন কর্ণাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী ও বিজেপি নেতা বাসভরাজ বোম্মাই। বুধবার তিনি বলেছেন, রাজনীতির চেয়ে জনগণের আশা-আকাঙ্খাই সবথেকে বেশি গুরুত্বপূর্ণ।

এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে বাসভরাজ বোম্মাই বলেছেন, “সংখ্যাগরিষ্ঠতা পাওয়া সত্ত্বেও কংগ্রেস এখনও মুখ্যমন্ত্রী প্রার্থী চূড়ান্ত করতে পারেনি। এতে দলের অভ্যন্তরীণ অবস্থা বোঝা যাচ্ছে। রাজনীতির চেয়ে জনগণের আশা-আকাঙ্খাই বেশি গুরুত্বপূর্ণ। যত তাড়াতাড়ি সম্ভব মুখ্যমন্ত্রী নির্বাচন করা উচিত কংগ্রেসের।”

প্রসঙ্গত, বুধবারই দিল্লির ১০, জনপথ-এ গিয়ে কংগ্রেস নেতা রাহুল গান্ধীর সঙ্গে দেখা করেছেন সিদ্ধারামাইয়া ও ডি কে শিবকুমার। কর্ণাটকের নতুন মুখ্যমন্ত্রী সম্ভবত সিদ্দারামাইয়া অথবা শিবকুমার হতে পারেন।