রামপুরহাট, ১৭ মে (হি. স.) : হাইকোর্টের নির্দেশ পাওয়ার পর বগটুই কাণ্ডে সিবিআই হেফাজতে লালন শেখের অস্বাভাবিক মৃত্যুতে তদন্ত শুরু করল সিট। বুধবার ১৪ নম্বর জাতীয় সড়কের ধারে বীরভূমের রামপুরহাট সংলগ্ন সিবিআইয়ের অস্থায়ী ক্যাম্প থেকে তদন্ত শুরু করে তাঁরা। এনিয়ে মুখ খুলতে চায়নি তদন্তকারী অফিসারেরা।
প্রসঙ্গত, গত বছরের ২১ মার্চ রামপুরহাট বগটুই মোড়ে বোমা মেরে খুন করা হয় তৃণমূলের বড়শাল গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান ভাদু শেখকে। লালন শেখ তার ছায়াসঙ্গী ছিলেন। লালনের সামনেই খুন করা হয় ভাদুকে। এরপরেই খুনের বদলা নিতে বগটুই গ্রামের একাধিক বাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়। একটি বাড়িতেই পুড়িয়ে মারা হয় আটজনকে। পরে আরও দুই অগ্নিদ্বগ্ধ মহিলার মৃত্যু হয়। গনহত্যা কাণ্ডে মুল অভিযুক্ত ছিলেন লালন শেখ। তাকে ৪ ডিসেম্বর ঝাড়খণ্ডের গ্রাম থেকে গ্রেফতার করে সিবিআই। আদালতের অনুমতি নিয়ে সিবিআই হেফাজতে থাকাকালীন ১২ ডিসেম্বর দুপুরে বাথরুমের মধ্যে থেকে তার ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করে পুলিশ। ঘটনার পর মৃত্যুর তদন্ত শুরু করে সিআইডি। কিন্তু হাইকোর্টের নির্দেশে লালন শেখের মৃত্যুর তদন্ত হাতে নেয় সিবিআই। এই নিয়ে রাজ্য সরকারের পক্ষ থেকে পাল্টা মামলা করা হয়। এরপরেই মে মাসের প্রথম সপ্তাহে ফের সিট কে তদন্তের ভার দেয় হাইকোর্ট। সেই নির্দেশ পেয়ে এদিন প্রথম তদন্ত শুরু করে সিট। প্রথমেই তাঁরা যান সিবিআইয়ের অস্থায়ী অফিস পান্থশ্রীতে। সন্ধ্যা পর্যন্ত তদন্ত করার পর সেখান থেকে চলে যান তদন্তকারী অফিসারেরা

