নয়াদিল্লি, ১৬ মে (হি.স.) : মঙ্গলবার উত্তরপ্রদেশের ফতেহপুরে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দুর্ঘটনায় যারা প্রাণ হারিয়েছেন তাদের পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করে প্রধানমন্ত্রী প্রত্যেককে দুই লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা করেছেন।
একটি টুইটে প্রধানমন্ত্রীর কার্যালয় (পিএমও) বলেছে, “উত্তরপ্রদেশের ফতেহপুরে সড়ক দুর্ঘটনা অত্যন্ত দুঃখজনক। যারা এতে তাদের পরিবারের সদস্যদের হারিয়েছেন তাদের প্রতি আমার গভীর সমবেদনা। সেই সঙ্গে আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি। রাজ্য সরকারের তত্ত্বাবধানে, স্থানীয় প্রশাসন ক্ষতিগ্রস্তদের সাহায্যে পুরোপুরি নিয়োজিত রয়েছে।
অন্য একটি টুইটে, পিএমও বলেছে, “প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ফতেহপুরে দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন তাদের স্বজনদের প্রত্যেকের জন্য দুই লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা করেছেন। আহতদের ৫০-৫০ হাজার টাকা দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে।