মণিপুরে কুকি অধ্যুষিত এলাকার জন্য পৃথক স্বশাসিত প্রশাসনের দাবি নস্যাৎ মুখ্যমন্ত্রী বীরেনের

‘যে কোনও মূল্যে রাজ্যের ঐক্য ও অখণ্ডতা বজায় রাখা হবে’

নয়াদিল্লি, ১৬ মে (হি.স.) : মণিপুরে কুকি অধ্যুষিত এলাকার জন্য পৃথক স্বশাসিত প্রশাসনের দাবি সটান নস্যাৎ করে দিয়েছেন মুখ্যমন্ত্রী নংথমবাম বীরেন সিং। চলতি মাসের শুরুতে সংগঠিত জাতিগত সংঘর্ষের ফলে রাজ্যের ঐক্য ও অখণ্ডতা প্রভাবিত হবে না। বরং যে কোনও মূল্যে রাজ্যের ঐক্য ও অখণ্ডতা বজায় রাখা হবে, জোরের সঙ্গে বলেন মুখ্যমন্ত্রী।
রাজ্যের সাত বিজেপি সহ ১০ জন বিধায়ক প্রতিশ্রুতি দিয়েছিলেন, ‘মণিপুরের আঞ্চলিক অখণ্ডতা রক্ষা করতে কুকি অধ্যুষিত এলাকার জন্য পৃথক সরকার গঠনের ব্যবস্থা করবেন।’ তাঁদের দাবি সরাসরি প্রত্যাখ্যান করে দিয়েছেন মণিপুরের মুখ্যমন্ত্রী এন বীরেন সিং। মুখ্যমন্ত্রী বলেন, কেবল মণিপুর নয়, উত্তর-পূর্বাঞ্চলে কুকি অধ্যুষিত অঞ্চলগুলির জন্য পৃথক স্বশাসিত প্রশাসনের প্রস্তাব এসেছে। এই প্রস্তাবে সায় দেওয়া কোনওভাবে সম্ভব নয়। জোরের সঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, মণিপুরের আঞ্চলিক অখণ্ডতা বিজেপি সরকার রক্ষা করবে। এ নিয়ে কারোর মাথা ব্যথার কারণ নেই।
প্ৰসঙ্গত, মণিপুরের চিন-কুকি-মিজো-জোমি গোষ্ঠীর দশজন উপজাতীয় বিধায়ক কেন্দ্রের কাছে আবেদন করেছেন যাতে মেইতেই এবং আদিবাসীদের মধ্যে সাম্প্রতিক ভীষণ সংঘর্ষের পর তাদের অঞ্চলে ‘পৃথক প্রশাসন’ প্রদান করা হয়। এ সব বিষয় এবং রাজ্যের বর্তমান পরিস্থিতি সম্পর্কে অবগত করতে দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে দেখা করেছেন মুখ্যমন্ত্রী বীরেন।
এখানে সাংবাদিকদের সঙ্গে বার্তালাপ করতে গিয়ে তিনি বলেন, ‘সাসপেনশন অব অপারেশনস’ চুক্তিতে যে সব জঙ্গি স্বাক্ষর করেছে, তারা তাদের বরাদ্দ শিবিরে যাতে ফিরে আসে তা নিশ্চিত করতে পদক্ষেপ নেওয়া হচ্ছে। সহিংসতায় কুকি জঙ্গিদের জড়িত থাকার বিষয়ে এক প্রশ্নের জবাবে মুখ্যমন্ত্রী সিং বলেন, ‘সেনা এবং অন্যান্য নিরাপত্তা কর্মীরা ‘সাসপেনশন অব অপারেশনস’-এ চুক্তিবদ্ধ কুকি জঙ্গিদের ডেজিগনেটেড ক্যাম্পগুলি পরিদর্শন করছেন। ওই সব ক্যাম্পে কুকি জঙ্গিরা উপস্থিত আছে কি না তা পরীক্ষা করা হচ্ছে।…
এ মাসের শুরুতে সংখ্যাগরিষ্ঠ মেইতেই এবং কুকিদের মধ্যে জাতিগত ঝামেলার পরে রাজ্যের সংবেদনশীল পরিস্থিতির পরিপ্রেক্ষিতে ‘ধরনা’ বা সমাবেশ না করার জন্য জনগণের কাছে অনুরোধ জানিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি আরও বলেন, সহিংসতার পর রাজ্যের মহাসড়কে কয়েকটি সংগঠন কর্তৃক সংগঠিত অবরোধ বানচাল করতে কোনও বল (শক্তি) প্রয়োগ করা হবে না। বরং বিক্ষোভকারীদের সাথে যুক্তিপূর্ণ আলোচনা করার চেষ্টা করা চলছে।
মুখ্যমন্ত্ৰী বলেন, ‘আমি জনগণকে আশ্বস্ত করছি, মণিপুরের আঞ্চলিক অখণ্ডতা যে কোনও মূল্যে রক্ষা করা হবে। এসওও (সাসপেনশন অব অপারেশনস বা অপারেশনের স্থগিতাদেশ) গোষ্ঠীগুলিকে তাদের শিবিরে ফিরিয়ে নিতে এবং রাজ্যে স্বাভাবিকতা পুনরুদ্ধারের প্রচেষ্টা জোরদার করার জন্য কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের তত্ত্বাবধানে ব্যবস্থা নেওয়া হচ্ছে।’
বীরেন সিং বলেন, তিনি এবং তাঁর মন্ত্রীরা দিল্লিতে এসে স্বরাষ্ট্রমন্ত্রী শাহকে রাজ্যের বর্তমান অবস্থা সম্পর্কে অবহিত করেছেন। সেই সঙ্গে সাম্প্রতিক সহিংস ঘটনার সঙ্গে সশস্ত্র জঙ্গিদের জড়িত থাকার বিষয়ে গোয়েন্দা তথ্যও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে জানিয়েছিলেন তাঁরা।
রাজ্যের কুকি অধ্যুষিত এলাকার জন্য পৃথক সরকারের জন্য দশ বিধায়কের দাবি সম্পর্কে জিজ্ঞাসা করা হলে তিনি জোরের সঙ্গে বলেন, ‘মণিপুরের অখণ্ডতা বজায়ে কোনও হুমকি নেই।’
তিনি বলেন, ‘সহিংসতায় বেশ কয়েকজন নিরপরাধ মানুষ নিহত হয়েছেন, বহু সম্পত্তি ক্ষতিগ্রস্ত হয়েছে। আমারা অগ্রাধিকারের ভিত্তিতে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন দেওয়ার ব্যবস্থা করেছি।’ মুখ্যমন্ত্রী আরও বলেন, তাঁর সরকারের প্রথম উদ্দেশ্য হল রাজ্যে শান্তি ও স্বাভাবিকতা ফিরিয়ে আনা। তিনি বিভিন্ন জেলার ডেপুটি কমিশনার এবং পুলিশ সুপারদের নির্দেশ দিয়েছেন যে সহিংসতার ফলে যাঁরা তাঁদের বাড়িঘর ছেড়ে পালিয়েছেন, তাঁদের জীবন-সম্পত্তির নিরাপত্তা সুনিশ্চিত করতে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *