নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ মে৷৷ মঙ্গলবার সকালে খোয়াই নতুন টাউনহলে উদ্বোধন হয়ে গেল জেলাভিত্তিক যুব উৎসবের৷ এদিন জেলাভিত্তিক যুব উৎসবের সূচনা করেন পূর্ব ত্রিপুরা লোকসভা আসনের সাংসদ রেবতী ত্রিপুরা৷
যুব উৎসবের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক পিনাকী দাস চৌধুরী, খোয়াই জেলা পরিষদের সভাধিপতি জয়দেব দেববর্মণ, অতিরিক্ত জেলাশাসক সুভাষচন্দ্র সাহা, জেলা পরিষদের সদস্য সুব্রত মজুমদার, এসডিপিও রাজিব সূত্রধর, খোয়াই পৌর পরিষদের চেয়ারপারসন দেবাশীষ নাথ শর্মা, খোয়াই এর মহকুমা শাসক বিজয় সিনহার সহ অন্যান্যরা৷ এদিন এই অনুষ্ঠানে বিভিন্ন সুকলের ছাত্র-ছাত্রীদের দ্বারা হল ছিল পূর্ন৷ এর পরবর্তীতে বিভিন্ন সরকারি স্টল গুলি ফিতা কেটে উদ্বোধন করেন সাংসদ রেবতি ত্রিপুরা সহ উপস্থিত অতিথিরা৷ এছাড়াও হল প্রাঙ্গনে ভ্রাম্যমান কমন সার্ভিস সেন্টারের তিনটি মোবাইল ভ্যান তুলে দেন সাংসদ৷
2023-05-16

