উত্তরপ্রদেশে কোভিডের পরিস্থিতি স্বাভাবিক, সতর্কতা বজায় রাখা প্রয়োজন: যোগী আদিত্যনাথ

লখনউ, ১৬ মে (হি.স.) : বর্তমানে রাজ্যে মোট কোভিড আক্রান্তের সংখ্যা ৪৪৬। গত ২৪ ঘণ্টায় ৩৫ হাজারের বেশি পরীক্ষা করা হয়েছে। তবে আনন্দের বিষয় যে কোভিডের কারণে কোনও সংক্রামিত রোগীকে হাসপাতালে ভর্তি হতে হয়নি। পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক। তবে আমাদের সতর্কতা ও সতর্কতা বজায় রাখতে হবে।

মঙ্গলবার তাঁর আবাসিক ক্যাম্প অফিসে বিভাগীয় কর্মকর্তাদের বৈঠকে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এসব কথা বলেন। রাজ্যের কোভিড পরিস্থিতি পর্যালোচনা করতে এদিন আধিকারিকদের সঙ্গে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বৈঠক করেন।