নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ মে৷৷ আগরতলার মুক্তধারা মঞ্চে সোমবার ত্রিপুরা স্টেট পলিউশন কন্ট্রোল বোর্ডের উদ্যোগে সিঙ্গেল ইউজ প্লাস্টিক ব্যবহারের বিরুদ্ধে এক সচেতনতামূলক কর্মশালা সংগঠিত করা হয়৷ সরকার সিঙ্গেল ইউজ প্লাস্টিক ব্যবহার নিষিদ্ধ ঘোষণা করলেও সিঙ্গেল ইউজ প্লাস্টিক ব্যবহার এখনো অব্যাহত রয়েছে৷ এর মূল কারণ হলো এর সম্পর্কে জনগণের মধ্যে সঠিকভাবে সচেতনতা তৈরি করা যায়নি৷ সে কারণেই জনসচেতনতা বৃদ্ধির উপর বিশেষ গুরুত্ব আরো করেছে ত্রিপুরা স্টেট পলিউশন কন্েন্টাল বোর্ড৷ এই লক্ষ্যকে সামনে রেখে সোমবার আগরতলার মুক্তধারা মঞ্চে সচেতনতামূলক কর্মশালার আয়োজন করা হয়৷ কর্মশালায় বিশিষ্টদের মধ্যে উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় প্রাক্তন বিধায়ক ডঃ দিলীপ দাস সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ৷ এদিন এই সচেতনতামূলক কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় বলেন বর্তমান সরকার পরিবেশ চ্যালেঞ্জ মোকাবেলায় অগ্রণী ভূমিকা পালন করে চলেছে৷ পরিবেশ রক্ষা গোটা বিশ্বের কাছেই এখন এক চ্যালেঞ্জের বিষয় হয়ে দাঁড়িয়েছে৷ এই চ্যালেঞ্জ মোকাবেলা করেই পরিবেশকে দূষণের হাত থেকে রক্ষা করতে হবে৷ কেন্দ্রীয় সরকার একক ব্যবহারযোগ্য প্লাস্টিক ব্যবহার সম্পূর্ণভাবে নিষিদ্ধ করেছে৷ তা সত্ত্বেও এর ব্যবহার পুরোপুরি বন্ধ করা যাচ্ছে না৷ ফলে একদিকে যেমন বাস্তুতন্ত্র রক্ষা করা কঠিন হয়ে দাঁড়িয়েছে ঠিক তেমনি দূষণের হাত থেকে পরিবেশকে রক্ষা করা সম্ভব হচ্ছে না৷ এজন্য সকলকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে৷ এ ধরনের সচেতনতামূলক কর্মসূচিকে সময়োপযোগী পদক্ষেপ বলে আখ্যায়িত করেছেন অর্থমন্ত্রী৷মঙ্গলবার মুক্তধারা অডিটোরিয়ামে নেতাজী সুভাষ বিদ্যানিকেতনের উদ্যোগে এবং রাজ্য দূষণ, নিয়ন্ত্রন পর্ষদের সহায়তায় একবার ব্যবহার যোগ্য প্লাস্টিক ক্যারিব্যাগের ব্যবহার কমানোর উপর কর্মশালা অনুষ্ঠিত হয়৷ কর্মশালার সূচনা করেন মন্ত্রী প্রনজিৎ সিংহ রায়৷ উপস্থিত ছিলেন রাজ্য দূষণ নিয়ন্ত্রন পর্ষদের চেয়ারম্যান কে এস শেঠ, নেতাজী সুভাষ বিদ্যানিকেতনের পরিচালন কমিটির সহ- সভাপতি ডাঃ দিলিপ দাস সহ অন্যান্যরা৷ একবার ব্যবহার যোগ্য প্লাস্টিকের ব্যবহার কমাতে হবে৷ এটা পরিবেশ ও প্রকৃতির জন্য অত্যন্ত জরুরি বিষয়৷ নদীর নাব্যতা কমে যাচ্ছে৷ আগরতলা শহরে বর্ষা হলেই জল জমে যাচ্ছে৷ হাওড়া নদীর নাব্যতা কমে যাওয়ায় পানীর জলের যোগান দেওয়া দুরহ হয়ে পড়েছে৷ আগামী দিনে তা আরো ভয়াবহ আকার ধারন করবে৷ সেই অবস্থা থেকে বেড়িয়ে আসতে হবে৷ সরকার হাওড়া নদীর নাব্যতা ফিরিয়ে আনতে মাস্টার প্ল্যান গ্রহণ করেছে৷ কিন্তু এই ক্ষেত্রে দায়িত্ব নিতে হবে সকলকে৷ কাজ গুলিকে দীর্ঘ স্থায়ী করতে সকলের সহযোগিতা আবশ্যক৷ সুকলের ছাত্র ছাত্রীদের ভূমিকা নিতে আহ্বান জানিয়ে একথা বলেন মন্ত্রী প্রনজিৎ সিংহ রায়৷
2023-05-16

