জয়ের দাবি করলেন থাইল্যান্ডের বিরোধী দলনেতা পিটা, বললেন প্রধানমন্ত্রী হতে প্রস্তুত

ব্যাঙ্কক, ১৫ মে (হি.স.) : থাইল্যান্ডের বিরোধী দলগুলি সাধারণ নির্বাচনে সেনা সমর্থিত জোটকে হারিয়ে ক্ষমতায় ফিরতে চলেছে। ৯৯ শতাংশ ভোট গণনার পর প্রাপ্ত ফলাফল অনুযায়ী, মুভ ফরোয়ার্ড এবং ফিউথাই পার্টি, প্রধানমন্ত্রী প্রয়ুথ চান ওচার দলের থেকে অনেকটা এগিয়ে রয়েছে। তবে, সেদেশের সামরিক জুন্টা, ক্ষমতা দখল করে রাখায়, দলগুলি কতটা সহজে সরকার গঠন করতে পারবে তা নিয়ে সন্দেহ দেখা দিয়েছে।

এদিকে, জয়ের দাবি করেছেন থাইল্যান্ডের বিরোধী দলনেতা পিটা। তিনি বলেছেন, প্রধানমন্ত্রী হতে প্রস্তুত। গণতান্ত্রিক দলগুলির পক্ষে অপ্রতিরোধ্যভাবে ভোট দিয়েছেন থাইরা, সামরিক বাহিনী প্রত্যাখ্যান করেছেন। থাই ভোটাররা প্রায় এক দশকের সামরিক-সংযুক্ত শাসনকে স্পষ্ট প্রত্যাখ্যান করেছেন, নির্বাচনের ফলাফল অনুযায়ী, দু’টি গণতন্ত্রপন্থী বিরোধী দলকে সমর্থন করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *