নয়াদিল্লি, ১৫ মে (হি.স.): জামিনের আবেদন জানিয়ে সুপ্রিম কোর্টের শরণাপন্ন হয়েছেন দিল্লির প্রাক্তন মন্ত্রী ও আম আদমি পার্টির নেতা সত্যেন্দ্র জৈন। তিনি চ্যালেঞ্জ জানিয়েছেন দিল্লি হাইকোর্টকে। দিল্লি হাইকোর্ট এর আগে সত্যেন্দ্র জৈনের জামিনের আবেদন খারিজ করেছিল, সেই রায়ের বিরুদ্ধেই সোমবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন সত্যেন্দ্র জৈন।
গত বছরের জুন মাস থেকে দিল্লির তিহার জেলে বন্দি রয়েছেন সত্যেন্দ্র জৈন। গত বছর নভেম্বরের শুরুতে, একটি সিসিটিভি ফুটেজ ভাইরাল হয়েছিল, সেখানে আপ-এর এই নেতাকে জেলের ভেতরেই পুরো শরীরে ম্যাসাজ করতে দেখা গিয়েছিল। তা নিয়ে ভালোই হৈচৈ পড়ে গিয়েছিল। দিল্লি হাইকোর্ট জামিনের আবেদন খারিজ করায় এবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন সত্যেন্দ্র জৈন।