ঘূর্ণিঝড় ‘মোকা’ তাণ্ডবে লণ্ডভণ্ড মায়ানমার; ক্ষতিগ্রস্ত অসংখ্য বাড়ি, উপড়ে পড়ল বহু গাছ

কিয়াকপু, ১৫ মে (হি.স.) : যে দিকে চোখ যায়, শুধুই ধ্বংসের ছবি। বিধ্বংসী চেহারা নিয়ে রবিবার দুপুরে স্থলভাগে আছড়ে পড়ে ঘূর্ণিঝড় মোকা। ঝড়ের তাণ্ডবে মায়ানমার এবং বাংলাদেশে বহু ক্ষয়ক্ষতি হয়েছে। ক্ষয়ক্ষতির পরিমান বেশি মায়ানমারের কিয়াকপু-তে, সেখানে ঘূর্ণিঝড়ের দাপটে ভেঙে পড়েছে গাছ, বাড়ি। বিপর্যস্ত স্বাভাবিক জনজীবন।

রবিবার বেলা সাড়ে এগারোটা নাগাদ মায়ানমার এবং বাংলাদেশের মাঝে উপকূলবর্তী এলাকায় আছড়ে পড়ে সুপার সাইক্লোন ‘মোকা’। প্রবল হওয়ার বেগে ঘর-বাড়ি ভেঙে পড়েছে, হয় অবিশ্রান্ত বৃষ্টি। মঙ্গলবার সকালে চারিদিকে দেখা গিয়েছে শুধুই ধ্বংসের ছবি। কিয়াকপু-র বাসিন্দাদের মন থেকে আতঙ্ক এখনও কাটেনি।