ইউবিএসটি-৮০/১০(৩২.১)
ও পি সি - ৮৪/১(১০.৪)
ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৪ মে।।বল হাতে বিধ্বংসী বৈভব মালি। সঙ্গে অভিজিৎ চক্রবর্তীও। বৈভব ও অভিজিতের হাত ধরে দ্বিতীয় জয় পেলো ও পি সি। রাজ্য ক্রিকেট সংস্থা আয়োজিত সন্তোষ স্মৃতি প্রথম ডিভিশন লিগ ক্রিকেটে। এম বি বি স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে ও পি সি ৯ উইকেটে পরাজিত করে ইউ বি এস টি-কে। ইউ বি এস টি-র গড়া ৮০ রানের জবাবে ও পি সি ১ উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয়। বিজয়ী দলের বৈভব মালি ৫ উইকেট পেয়েছেন। সকালে ইলশে গুড়ি বৃষ্টির মধ্যে প্রথমে ব্যাট করার সুযোগ পেয়ে ইউ বি এস টি ব্যাটসম্যানদের চূড়ান্ত ব্যর্থতায় মাত্র ৮০ রান করতে সক্ষম হয়। দলের পক্ষে দেবনিক ব্যানার্জি ৫৩ বল খেলে ১ টি বাউন্ডারির সাহায্যে ২১,অমন সিং ১৩ বল খেলে ২ টি বাউন্ডারির সাহায্যে ১১ এবং প্রণব দাস ৫৫ বল খেলে ১ টি বাউন্ডারির সাহায্যে ১১ রান করেন। দলের আর কোনও ব্যাটসম্যান দুই অঙ্কের রানে পা রাখতে পারেননি। ও পি সি-র পক্ষে বৈভবমালি (৫/২০) এবং অভিজিৎ চক্রবর্তী (৪/১৪) সফল বোলার। জবাবে খেলতে নেমে ও পি সি ৬৪ বল খেলে ১ উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয়। দলের পক্ষে আকাশ আনন্দ ১৭ বল খেলে ৫ টি বাউন্ডারি ও ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৩৩ রানে এবং অজিঙ্ক অরুণ পাটিল ৩৪ বল খেলে ৪ টি বাউন্ডারির সাহায্যে ২৮ রানে অপরাজিত থেকে যান। এছাড়া দলের পক্ষে রাহুল চন্দ্র সাহা ১৩ বল খেলে ৩ টি বাউন্ডারি ও ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে ১৮ রান করেন। ইউ ইব এস টি-র দলনায়ক মনোজিৎ দাস (১/১৭) উইকেট পেয়েছেন।