ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৪ মে।। রাজ্য স্তরীয় স্কুল স্পোর্টস জিমন্যাস্টিক্স প্রতিযোগিতা আগামীকাল শুরু হবে এনএসআরসিসি-র ইনডোর হলে। বালক ও বালিকা উভয় বিভাগে অনূর্ধ্ব ১৪, অনূর্ধ্ব ১৭ এবং অনূর্ধ্ব ১৯ বছর রাজ্য স্কুল স্পোর্টস জিমন্যাস্টিক্স প্রতিযোগিতা ১৬ মে পর্যন্ত চলবে। দুই দিনব্যাপী এই প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন হবে আগামীকাল বিকেল সাড়ে পাঁচটায় এনএসআরসিসি-র ইনডোর হলে। এ বিষয়ে সম্প্রতি সাংগঠনিক কমিটির এক গুরুত্বপূর্ণ বৈঠকও অনুষ্ঠিত হয়েছে। এছাড়াও, এই প্রতিযোগিতা সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে অর্গানাইজিং কমিটি ছাড়াও বেশ কয়েকটি সাব কমিটিও গঠন করা হয়েছে। পশ্চিম জেলা স্কুল স্পোর্টস বোর্ডের উদ্যোগে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করবেন বিধায়ক শ্রীমতি অন্তরা সরকার দেব। সম্মানিত ও বিশেষ অতিথি হিসেবে দ্রোণাচার্য বিশ্বেশ্বর নন্দী, যুব কল্যাণ ও ক্রীড়া দপ্তরের অধিকর্তা সত্যব্রত নাথ, উপ-অধিকর্তা তথা পদ্মশ্রী দীপা কর্মকার প্রমূখ উপস্থিত থাকবেন। অনুষ্ঠানে পৌরহিত্য করবেন ত্রিপুরা স্কুল স্পোর্টস বোর্ডের সচিব তথা দপ্তরের যুগ্ম অধিকর্তা পাইমং মগ। দপ্তরের সহ অধিকর্তা তথা অর্গানাইজিং সেক্রেটারি দিবাকর দেবনাথ এক বিবৃতিতে এ খবর জানিয়েছেন, পাশাপাশি তিনি সংশ্লিষ্ট সকলকে জানিয়েছেন এবং প্রত্যেকের সহযোগিতাও চেয়েছেন।
2023-05-14