নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৪ মে৷৷ অসম এসোসিয়েশন অফ ত্রিপুরা আগরতলার উদ্যোগে রবিবার রঙ্গালি বিহু উদযাপন করা হয়৷ আগরতলা টাউন হলে রঙ্গালি বিহুর উদ্বোধন করেন আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার৷
আগরতলা টাউন হলে রঙ্গালি বিহুর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এসোসিয়েশানের পদাধিকারিরা৷ অনুষ্ঠানে আলোচনা করতে গিয়ে নিগমের মেয়র দিপক মজুমদার বলেন আসাম এবং ত্রিপুরা পাশাপাশি দুইটি রাজ্যের মধ্যে ভাতৃতবের বন্ধন সুদৃঢ় করতে কাজ করে যাচ্ছে অসম এসোসিয়েশন অফ ত্রিপুরা৷ অসম এসোসিয়েশন অফ ত্রিপুরা ২০০১ সাল থেকে প্রতি বছর আগরতলাতে রঙ্গালি বিহু উৎসব পালন করে আসছে৷
2023-05-14