ক্রীড়া ক্ষেত্রে বিতর্কিত কর্মকাণ্ডের বিরুদ্ধে একজোট হয়ে স্বাক্ষর সংগ্রহ

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৪ মে।। সবার মুখে একই কথা। ক্রীড়া জগতে বিতর্কিত ব্যক্তিত্ব রূপক দেবরায়কে পুরোপুরি ক্লোজড করে দিতে হবে। দীর্ঘ ১০-১২ বছর ধরে তার সামগ্রিক কর্মকান্ডে বীতশ্রদ্ধ পুরো রাজ্যের ক্রীড়া সমাজ। এর একটা বিহিত হওয়ার সময় এসেছে। “সবার মুখে একই রা, বিতর্কিত ব্যক্তিত্ব নিপাত যা”। ক্রীড়া জগতে যার প্রাথমিক পরিচিতি জুনিয়র পি.আই। ক্রিয়াকলাপে কলুষিত লম্বা হাত বিতর্কের কেন্দ্রবিন্দু বলে বহুলাংশের অভিযোগ। বিরুদ্ধে গর্জে ওঠার অঙ্গ হিসেবেই বেশ কিছু ক্রীড়া সংস্থার সংগঠক, কর্মকর্তা এবং খেলোয়াড়রা আজ স্বাক্ষর সংগ্রহে একজোট হয়ে মাঠে নেমেছেন। ইতোমধ্যে রাগান্বিত ও ক্ষুব্ধ খেলোয়াড়রা উপযুক্ত স্থানে ডেপুটেশন থেকে শুরু করে প্রতিকারের বিহিত চাইছেন। আজ, রবিবার বেলা এগারোটা থেকে উমাকান্ত একাডেমির সম্মুখভাগের মাঠে সম্মিলিত স্বাক্ষর সংগ্রহ শুরু হয় এবং প্রচুর সংখ্যক খেলোয়াড়, ক্রীড়া প্রেমী, ক্রীড়া সংগঠক সেখানে উপস্থিত হয়ে সংগঠিতভাবে তার বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের আর্জি জানানো হয়। অর্জুন মন্টু দেবনাথ, দ্রোণাচার্য বিশ্বেশ্বর নন্দী, সুজিত রায়, স্বপন সাহা, এমনকি ক্রীড়াবিদ প্রতিষ্ঠা সামন্ত, অস্মিতা পাল, শুভ্রজিৎ সরকার থেকে শুরু করে পদক ও খেতাব জয়ী প্রচুর সংখ্যক ক্রীড়াবিদ ও ক্রীড়ামোদী আজ এই বিক্ষোভ সমাবেশ তথা স্বাক্ষর সংগ্রহ অভিযানে অংশগ্রহণ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *