নয়াদিল্লি, ১৩ মে (হি.স.): রবিবার, ১৪ মে রাজস্থান সফরে যাচ্ছেন উপ-রাষ্ট্রপতি জগদীপ ধনখড়। ওই দিন রাজস্থানে একাধিক কর্মসূচি রয়েছে উপ-রাষ্ট্রপতির। তিনি পুষ্করে পবিত্র ব্রহ্মা মন্দির এবং শ্রী জাট শিব মন্দির পুষ্করে পূজার্চনা ও প্রার্থনা করবেন। নাগাউরের মের্তা সিটিতে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী প্রয়াত নাথুরাম মির্ধার মূর্তি উন্মোচন করবেন তিনি।
প্রসঙ্গত, এছাড়াও প্রখ্যাত স্বাধীনতা সংগ্রামী এবং নাগাউরের কৃষক সম্প্রদায়ের বিশিষ্ট নেতা নাথুরাম মিরধা ছ’বার লোকসভার সদস্য ছিলেন এবং কেন্দ্রীয় মন্ত্রী হিসাবেও দায়িত্ব পালন করেছিলেন। তিনি জাতীয় কৃষি মূল্য কমিশনের চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেন।