রাজ্য ফুটবলে স্পোর্টস স্কুল চ্যাম্পিয়ন, রানার্স সিপাহীজলা

ক্রীড়া প্রতিনিধি আগরতলা, ১৩ মে।। রাজ্য সরকার যুব ও ক্রীড়া দপ্তরের আওতাধীন ত্রিপুরা স্কুল স্পোর্টস বোর্ডের উদ্যোগে আয়োজিত অনূর্ধ্ব ১৭ স্কুল ফুটবলের ফাইনাল ম্যাচটি শনিবার অনুষ্ঠিত হয় বিলোনিয়া বিদ্যাপীঠ মিনি স্টেডিয়ামে। এদিন  ফাইনাল খেলায় মুখোমুখি হয় সিপাহীজলা জেলা বনাম ত্রিপুরা স্পোর্টস স্কুল। তীব্র উত্তেজনাপূর্ণ আর জমজমাট লড়াইয়ের মধ্য দিয়েই এদিন শেষ হয় টুর্নামেন্টের ফাইনাল ম্যাচটি। নির্ধারিত সময়ে ১ – ১ গোলে অমীমাংসিত ভাবে শেষ হলেও, পরবর্তী সময়ে ট্রাইবেকারের মাধ্যমে খেলার নিষ্পত্তি হয়। ট্রাইবেকারে ত্রিপুরা স্পোর্টস স্কুল ৫ – ৪ গোলে সিপাহীজলা জেলাকে হারিয়ে জয়ের খেতাব অর্জন করে এবং চ্যাম্পিয়ন্স ট্রফি জিতে নেয়। দুই দলের লড়াই শেষ হবার পর পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিলোনিয়া পৌর পরিষদের চেয়ারপার্সন নিখিল চন্দ্র গোপ, বিশিষ্ট সমাজসেবী গৌতম সরকার এবং দ্বীপায়ন চৌধুরী সহ অন্যান্য অতিথিবৃন্দ। খেলা শেষে চ্যাম্পিয়ন এবং রানার্স দলের হাতে ট্রফি তুলে দেন উপস্থিত অতিথিরা।