প্যারিস, ১৩ মে (হি.স.): লিওনেল মেসির অনুশীলনে ফেরায় নিষেধাজ্ঞা উঠে যাওয়ার ব্যাপারটা ছিল সময়ের ব্যাপার। সেই আনুষ্ঠানিক ঘোষণা এল শুক্রবার। একদিন পরই অর্থাৎ আজ শনিবার আজাকসিওর বিপক্ষে লিগ ওয়ানের ম্যাচে মাঠে নামছেন তিনি, এবং থাকবেন সেরা একাদশেই। এই নিশ্চয়তা দিয়েছেন পিএসজি কোচ ক্রিস্তফ গালতিয়ের। তিনি বলেছেন, ‘ মেসির সঙ্গে আমার কথা হয়েছে। সে অনুপ্রাণিত, দৃঢ়প্রতিজ্ঞ। সে শিরোপা জিততে চায় পিএসজির হয়ে।’
2023-05-13