সুপ্ত প্রতিভার অন্বেষণে বাফটা আর নেটফ্লিক্স

আগরতলা, ১৩ মে: ভারতের উদীয়মান অথবা সুপ্ত প্রতিভাকে খুঁজে বের করে তাকে সঠিক পদ্ধতিতে পরিচর্যার মাধ্যমে উদীপ্ত করার কাজ করে আসছে ব্রিটিশ একাডেমি অফ ফিল্ম এন্ড টেলিভিশন আর্টস, যা ‘বাফটা’ নামে পরিচিত। ভারতেও ২০২১ সাল থেকে এই প্রতিভা অন্বেষণের কাজ করে চলেছে বাফটা। যে কাজে তাদেরকে সহযোগিতা করছে নেটফ্লিক্স। সম্মিলিত এই ‘বাফটা ব্রেকথ্রু ট্যালেন্ট প্রোগ্রাম’ এখন দেশজুড়েই বিশেষ মর্যাদার আসনে স্থাপিত হয়েছে।
ব্রিটেন ও ভারত ছাড়া আমেরিকাতেও প্রতিভা অন্বেষণের এই অভিযান চালিয়ে যাচ্ছে বাফটা। খুশির খবর হচ্ছে, এই ট্যালেন্ট খোঁজার কর্মসূচি ২০২৩ সালের জন্য শুরু হয়ে গেছে ১২ মে থেকে। আগামী ৫ জুলাই পর্যন্ত গৃহীত হবে আবেদনপত্র। চলচ্চিত্র, টেলিভিশন শিল্প, গেমস সহ সংশ্লিষ্ট সমস্ত কর্মকাণ্ডের সঙ্গে সংযুক্ত যে কেউ এই আয়োজনে অংশগ্রহণ করতে পারে। বাছাই হওয়া প্রতিভাদের সমস্ত রকম প্রয়োজনীয় পরিচর্যার ব্যবস্থা করে দেয়াই হচ্ছে বাফটা’র মূল কাজ। এখন পর্যন্ত দুই শতাধিক প্রতিভার স্ফুরণ ঘটেছে বাফটা’র হাত ধরেই। নির্বাচিতদের দক্ষতার মানোন্নয়নের পাশাপাশি আরও নানা সুযোগ দিয়ে থাকে বাফটা।
বাফটা’র কার্যনির্বাহী অধিকর্তা টিম হান্টার এনিয়ে জানিয়েছেন, ভবিষ্যত প্রজন্মকে এই সহযোগিতার পাশাপাশি ভারত ও ব্রিটেনের মধ্যে সাংস্কৃতিক আদান-প্রদানের দিকটিকেও এখানে গুরুত্ব দেওয়া হয়। আর এ কাজে নেটফ্লিক্সের মত সংস্থা এগিয়ে আসায় দারুণ সহযোগিতা হয়েছে। নেটফ্লিক্স’র সহ-সভাপতি মনিকা শেরগিল বলেছেন, ভারতের প্রতিভাকে বিশ্বমঞ্চে পৌঁছে দেয়ার স্বপ্ন নিয়েই এই উদ্যোগে শামিল হয়েছে নেটফ্লিক্স।
এই সুযোগ নিতে আগ্রহীদের বয়স অবশ্যই ১৮ বছরের বেশি হতে হবে। তাছাড়া সংশ্লিষ্ট ক্ষেত্রের কিছু যোগ্যতারও প্রয়োজন রয়েছে। আগ্রহীদের সেজন্য দেখতে হবে এই ওয়েবসাইট: www.bafta.org/supproting-talent/breakthrough