বেঙ্গালুরু, ১৩ মে (হি.স.): কর্ণাটকম বিধানসভা নির্বাচনে কংগ্রেসের জয়ে উৎসাহ ও উদ্দীপনায় উজ্জীবিত কংগ্রেস শিবির। চারিদিকে আনন্দে উৎসবে মেতে উঠেছেন কংগ্রেস নেতা-নেত্রী ও কর্মী-সমর্থকরা। এর মাঝেই সবাইকে সংযত থেকে কর্ণাটকের উন্নয়নের জন্য কাজ করার দিকে মনোনিবেশের বার্তা দিলেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে।
অনেক টালবাহানার পর দলের বর্ষীয়ান নেতা শশী থারুরকে হারিয়ে কংগ্রেসের সভাপতি পদে বসেছিলেন খাড়গে। তারপর হিমাচলপ্রদেশ আর এবার নিজের রাজ্য কর্ণাটকে তাঁর নেতৃত্বেই ক্ষমতা ফিরেছে শতাব্দী প্রাচীন রাজনৈতিক দল কংগ্রেস। তাই এই মুহূর্তে মাথা ঠাণ্ডা করে আরও বড় লক্ষ্য জয়ের প্রস্তুতি তিনি চাইছেন তিনি। কর্ণাটকে দলের জয়কে ২০২৪ সালে বিজেপিকে দিল্লি থেকে উৎখাত করার অনু্প্রেরণা বানিয়ে দেশব্যাপী কংগ্রেসের পালে জোয়ার আনার পরিকল্পনা করছেন।
কর্নাটকে জয়ের আনন্দ ও উচ্ছ্বাসের মধ্যেই খাড়গে বলছেন, “আমরা জিতে গেছি এবং এখন আমাদের কাজ করতে হবে। আমি কারও সমালোচনা করতে চাইছি না। আমি কংগ্রেসের পক্ষে এত সমর্থন দেওয়ার জন্য আমি কর্ণাটকের মানুষকে ধন্যবাদ জানাই। আমাদের প্রতি তাঁরা যে ভরসা দেখিয়েছেন তার পূর্ণ মর্যাদা দেব। নির্বাচনী ইস্তেহারে আমরা যে সমস্ত জনকল্যাণমূলক প্রকল্পের প্রতিশ্রুতি দিয়েছিলাম তার সবগুলিকে বাস্তবায়িত করা হবে। আমি রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী ও শরীর খারাপ নিয়ে যেভাবে সোনিয়া গান্ধী প্রচার করেছেন তার জন্য তাঁদের ধন্যবাদ জানাতে চাই। আমরা সবাই মিলে সম্মিলিত নেতৃত্বের অধীনে এই নির্বাচনে লড়াই করেছি এবং জয় পেয়েছি।”