ত্রিপুরায় সামান্য কমেছে করোনার দৈনিক সংক্রমণ, সুস্থতা স্বস্তি দিচ্ছে, আক্রান্ত আরও ৫, সুস্থ ৪, সক্রিয় রোগী ৪৯

আগরতলা, ১৩ মে (হি. স.) : ত্রিপুরায় সামান্য কমেছে করোনায় দৈনিক সংক্রমণ। সাথে সুস্থতায় বৃদ্ধি সমানে চলছে। গত ২৪ ঘন্টায় ৫ জন করোনা আক্রান্তের খোঁজ মিলেছে। অন্যদিকে, চার জন করোনা আক্রান্ত সুস্থ হয়েছেন। দৈনিক সংক্রমণের হার ১.৬৮ শতাংশ। বর্তমানে সক্রিয় রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৯।
স্বাস্থ্য দফতরের মিডিয়া বুলেটিন অনুসারে, গত ২৪ ঘণ্টায় আরটি-পিসিআরে ৩০ জন এবং রেপিড অ্যান্টিজেনের মাধ্যমে ২৬৭ জন মোট ২৯৭ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। তাতে, আরটি-পিসিআরে ১ জন এবং রেপিড অ্যান্টিজেনের মাধ্যমে ৪ জনের দেহে করোনার সংক্রমণ মিলেছে। ফলে, দৈনিক সংক্রমণের হার বর্তমানে বেড়ে হয়েছে ১.৬৮ শতাংশ। এদিকে, ৪ জন সুস্থও হয়েছেন। ফলে, বর্তমানে ত্রিপুরায় করোনায় আক্রান্ত সক্রিয় রোগী রয়েছেন ৪৯ জন।
প্রসঙ্গত, ত্রিপুরায় এখন পর্যন্ত ১০৮১৬৬ জন করোনায় আক্রান্ত হয়েছেন। তাঁদের মধ্যে ১০৭১১১ জন সংক্রমণ থেকে মুক্তি পেয়ে সুস্থ হয়েছেন। রাজ্যে বর্তমানে করোনা-আক্রান্তের হার হয়েছে ৪.০৪ শতাংশ। তেমনি, সুস্থতার হার হয়েছে ৯৯.০২ শতাংশ। এদিকে, ০.৮৭ শতাংশ হয়েছে মৃত্যুর হার। এছাড়া ত্রিপুরায় এখন পর্যন্ত ৯৩৭ জন করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন।
স্বাস্থ্য দফতরের মিডিয়া বুলেটিনে আরও জানা গিয়েছে, গত ২৪ ঘণ্টায় পশ্চিম ও উত্তর ত্রিপুরা জেলায় ২ জন করে এবং ঊনকোটি জেলায় ১ জন করোনায় আক্রান্ত হয়েছেন। বাকি পাঁচ জেলায় নতুন করে কেউ করোনা আক্রান্ত হননি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *