নয়াদিল্লি, ১৩ মে (হি.স.): দেশের অগ্রগতি ও উন্নতির জন্য কংগ্রেসকে দরকার। বললেন পশ্চিমবঙ্গের প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী। কর্ণাটকে কংগ্রেসের জয়ে খুশি প্রকাশ করে অধীর বলেছেন, দেশের অগ্রগতি ও উন্নতির জন্য কংগ্রেসকে দরকার। কর্ণাটকে কংগ্রেসের সাফল্য প্রসঙ্গে শ্রী চৌধুরী বলেন, বিজেপিকে হারাতে কংগ্রেস অপরিহার্য।
শনিবার দিল্লিতে সাংবাদিকদের অধীর রঞ্জন চৌধুরী বলেছেন, “দুর্নীতির বিরুদ্ধে কথা বলার জন্য মোদীজি রাহুল গান্ধীর সদস্যপদ বাতিল করেছিলেন, সেই একই দুর্নীতির কারণে কর্ণাটকের জনগণ তাঁকে রাজ্য থেকে বহিষ্কার করেছে… এতে প্রমাণিত হয়েছে যে সাধারণ মানুষই ক্ষমতাবান। কে ক্ষমতায় থাকবে তা কে ঠিক করবে মানুষই।”