বাসন্তীতে রাস্তা ও জলের দাবিতে পথ অবরোধ

বাসন্তী, ১৩ মে (হি.স.) : রাস্তা ও পানীয় জলের দাবিতে পথ অবরোধ করে বিক্ষোভ দেখালেন একদল গ্রামবাসী। শনিবার সকালে দক্ষিণ ২৪ পরগণার বাসন্তীর মিশন বাজার এলাকায় প্রায় দুঘণ্টা ধরে চলে অবরোধ বিক্ষোভ। এলাকাবাসির দাবি দিনের পর দিন কেটে গেলেও এই এলাকার প্রায় তিন কিলোমিটার রাস্তা তৈরি হয়নি। এখনও মাটির রাস্তা দিয়েই যাতায়াত করতে হয় এলাকার মানুষকে। পাশাপাশি এলাকায় চার চারটি টিউবওয়েল থাকলেও সবগুলিই প্রায় অকেজো। বারে বারে স্থানীয় আমঝাড়া গ্রাম পঞ্চায়েত, বিধায়ক সহ অন্যান্য জনপ্রতিনিধিদের জানিয়েও কোন লাভ হয়নি। এদিকে বেশ কিছুটা রাস্তা তৈরি হবে বলে বোর্ড লাগিয়ে টাকা তছরুপ করা হয়েছে বলে পঞ্চায়েত প্রধান মঞ্জুর খানের বিরুদ্ধে অভিযোগ তুলে এদিন বিক্ষোভ আন্দোলনে নামেন এলাকাবাসী।

বাসন্তী থানার আমঝাড়া গ্রাম পঞ্চায়েতের মিশন বাজার থেকে ১২ নম্বর তিতকুমার এলাকা পর্যন্ত প্রায় তিন কিলোমিটার রাস্তার বেহাল দশা। রাস্তা খানা খন্দে ভর্তি। এখনও পর্যন্ত এই রাস্তায় কোন ইট পড়েনি। ফলে বর্ষায় এই রাস্তা দিয়ে চলাফেরা করাই দায়। স্কুল পড়ুয়া থেকে শুরু করে গর্ভবতী মহিলা ও সাধারণ রোগীরা যথেষ্ট সমস্যায় পড়েন এই রাস্তা দিয়ে চলাফেরার জন্য। পাশাপাশি দীর্ঘদিন ধরেই এই এলাকায় পানীয় জলের টিউবওয়েল অকেজো হয়ে পড়ে রয়েছে, তবুও কোন হেলদোল নেই প্রশাসনের। প্রশাসনের এই উপেক্ষার প্রতিবাদে এদিন সকাল এগারোটা থেকে টানা দু ঘণ্টা রাস্তায় কাঠের গুঁড়ি ফেলে পথ অবরোধ করেন এলাকার মানুষ।

স্থানীয় বাসিন্দা মেহেরুন্নেসা খাতুন, ফতবানু বিবিরা বলেন, “ বর্ষায় এতটাই কাদা হয় যে চলাচল করা যায় না। জন্ম থেকেই দেখে আসছি এই মাটির রাস্তা। এখনও ইঁট পড়েনি। এদিকে রাস্তার কাজ হয়েছে বলে বোর্ড লাগিয়ে টাকা তুলে খেয়ে নিয়েছে।” আরেক বাসিন্দা মোফাক্কার মোল্লা বলেন, “ আমাদের জন্ম থেকেই দেখছি এই রাস্তাটা মাটির। বারে বারে প্রশাসনকে জানিয়েছি, পঞ্চায়েত প্রধানকে বলেছি কিন্তু কোন লাভ হয়নি। তাই বাধ্য হয়েই এই অবরোধ বিক্ষোভে নেমেছি যাতে প্রশাসনের দৃষ্টি পড়ে আমাদের উপর।” পঞ্চায়েত প্রধান অবশ্য এই অভিযোগ মেনে নিয়েছেন। তিনি বলেন, “ এই গ্রামবাসীদের এই অভিযোগ সত্যি যে ওই এলাকার রাস্তা খারাপ। কিন্তু ১০০ দিনের কাজের টাকা বন্ধ থাকার কারণে কাজ করা যাচ্ছে না। রাস্তা তৈরির জন্য বোর্ড লাগানো হলেও পেমেন্ট না আসায় কাজ চালু হয়নি।” বাসন্তীর বিধায়ক শ্যামল মণ্ডল বলেন, “ রাস্তাশ্রী প্রকল্পে বাসন্তী ব্লকে অনেক রাস্তা তৈরি হচ্ছে। আমঝাড়া পঞ্চায়েত এলাকাতেও দুটি নতুন রাস্তা তৈরি হবে। যে রাস্তার দাবিতে অবরোধ হয়েছে সেটি ১০০ দিনের কাজের প্রকল্পের রাস্তা। কিন্তু কেন্দ্রীয় সরকার টাকা না দেওয়ায় কাজটা বন্ধ রয়েছে। তবে পানীয় জলের সমস্যা দ্রুত মেটানো হবে।”